বাসস দেশ-৪৩ : মুক্তিযোদ্ধা সামসুল হুদার মৃত্যুতে জাসদের শোক

233

বাসস দেশ-৪৩
জাসদ- শোক
মুক্তিযোদ্ধা সামসুল হুদার মৃত্যুতে জাসদের শোক
ঢাকা, ৮ জুন ২০২০ (বাসস) : বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল হুদার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদে) সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার । আজ এক শোক বার্তায় জাসদ নেতৃবৃন্দ এই শোক প্রকাশ করেন।
কুষ্টিয়া জেলা জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা ও ৬০ এর দশকে বাঙালি জাতীয়তাবাদী ও স্বাধীনতা সংগ্রামের সাহসী সৈনিক, মুক্তিযুদ্ধে বিএলএফ তথা মুজিব বাহিনী কুষ্টিয়া সদর থানার কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল হুদা আজ সোমবার ভোর ৬ টায় কুষ্টিয়া শহরে থানাপাড়া এলাকায় নিজ বাসভবনে মারা যান।
তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি দীর্ঘদিন বিভিন্ন রোগে ভুগছিলেন।
তিনি স্ত্রী, এক পুত্র, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। শামসুল হুদা কুষ্টিয়ার কিংবদন্তিতুল্য বিপ্লবী জাসদ নেতা রক্ষীবাহিনীর বিরুদ্ধে ‘ছাতারপাড়া প্রতিরোধ’-এ শহীদ শামসুল হাদীর বড় ভাই। আজ বাদ আছর নামাজে জানাজা শেষে তাকে কুষ্টিয়া পৌর গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
বাসস/সবি/এমএআর/২১১০/এবিএইচ