বাসস দেশ-২৬ : খুলনায় আম্ফানের আঘাতে ৬শ’ ৫৪ কোটি ২৪ লাখ টাকার সম-পরিমান সম্পদ বিনষ্ট

107

বাসস দেশ-২৬
খুলনা বিভাগ- আম্ফান ক্ষয়ক্ষতি
খুলনায় আম্ফানের আঘাতে ৬শ’ ৫৪ কোটি ২৪ লাখ টাকার সম-পরিমান সম্পদ বিনষ্ট
খুলনা, ৮ জুন, ২০২০ (বাসস) : খুলনা বিভাগের বিভিন্ন উপকূলীয় জেলায় সুপার সাইক্লোন আম্ফানের আঘাতে মোট ৬শ’ ৫৪ কোটি ২৪ লাখ টাকার সম-পরিমান সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।
এরমধ্যে সবচেয়ে বেশী ক্ষতি হয়েছে কৃষি খাতের। এ খাতে ক্ষয়ক্ষতির পরিমান হচ্ছে ৫শ’ ৪ কোটি ৮২ লাখ টাকা। অপরদিকে মৎস্য খাতে ক্ষতি হয়েছে ১শ’ ৪৮ কোটি ১৭ লাখ টাকা। বাকী ১ কোটি ২৫ লাখ টাকার সমপরিমান ক্ষতি হয়েছে প্রাণিসম্পদের।
বিভিন্ন জেলা থেকে প্রাপ্ত চুড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে খুলনা বিভাগীয় কার্যালয়ের একজন কর্মকর্তা এ কথা জানিয়েছেন।
গত ২৫ মে সুপার সাইক্লোন বোরো ধান-খেতসহ মোট ৯০ হাজার ১শ’ ৩০ হেক্টর জমির ফসল বিনষ্ট করেছে উল্লেখ করে ওই কর্মকর্তা জনান,সাইক্লোনের কারণে দেড় লাখ কৃষক ক্ষতিগ্রস্থ হয়েছেন। উপকূলীয় জেলাগুলোর ৬০ শতাংশ চিংড়ী ঘের ও মৎস্য খামার ধ্বংস হয়েছে।
খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার বাসস প্রতিনিধিকে বলেন,‘ আমরা বিভিন্ন জেলার সরকারি কর্মকর্তাদের কাছ থেকে প্রাপ্ত চুড়ান্ত তথ্যের ভিত্তিতে ‘আম্ফানে’ মোট ক্ষয়খতির পরিমান তুলে ধরে চুড়ান্ত একটি রিপোর্ট এ সপ্তাহেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছি।’ ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ কৃষককে পূর্নবাসন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
বাসস/জাহিদ/জেডআরএম/১৯২০/কেকে