আসন্ন নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানিয়েছে পাকিস্তান

254

ইসলামাবাদ, ২১ জুলাই, ২০১৮ (বাসস ডেস্ক) : পাকিস্তান আসন্ন পার্লামেন্ট নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানিয়েছে। আগামী ২৫ জুলাই অনুষ্ঠেয় নির্বাচন পর্যবেক্ষণে আগত ইউরোপীয় ইউনিয়ন ও কমনওয়েলথ’র দু’টি পর্যবেক্ষক গ্রুপকে শুক্রবার স্বাগত জানানো হয়। খবর সিনহুয়ার।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট ও কমনওয়েলথ পর্যবেক্ষক গ্রুপের প্রধান আব্দুলসালামি আবু বকর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার মন্ত্রণালয়ে সাক্ষাত করেন এবং দেশটিতে আসন্ন সাধারণ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেন।
পাকিস্তানে ২০১৮ সালের ২৫ জুলাই অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন পর্যবেক্ষণে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক গ্রুপের ২৪ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন আবু বকর।
পাকিস্তানে ২০০২ ও ২০১৩ সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনেও বিভিন্ন পর্যবেক্ষক গ্রুপ নির্বাচন পর্যবেক্ষণের কাজ করেছিল।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আবু বকর বলেছেন যে তিনি একটি শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়া দেখার অপেক্ষায় রয়েছেন। এ সময় তিনি সাধারণ নির্বাচনের দেশটির প্রস্তুতি বিষয়ে তার ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।
বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকদের স্বাগত জানানো পাকিস্তানের একটি ঐতিহ্য।