বাসস ক্রীড়া-৬ : স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় চাইনিজ খেলোয়াড়দের ছয় মাসের নিষেধাজ্ঞা

107

বাসস ক্রীড়া-৬
ফুটবল-চায়না
স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় চাইনিজ খেলোয়াড়দের ছয় মাসের নিষেধাজ্ঞা
সাংহাই, ৮ জুন ২০২০ (বাসস) : করোনাভাইরাস পরবর্তী স্বাস্থ্যবিধি অমান্য করায় চায়না অনুর্ধ্ব-১৯ জাতীয় ফুটবল দলের ছয় খেলোয়াড়কে ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। একইসাথে তাদেরকে নিজ নিজ সম্পর্কে সমালোচনামূলক রচনা লিখতেও বাধ্য করা হয়েছে। বিধিনিষেধ অমান্য করে এই ছয়জন গভীর রাতে চায়নার একটি পানশালায় গিয়েছিলেন।
চাইনিজ ফুটবল এসোসিয়েশন (সিএফএ) অভিযুক্ত ছয়জন খেলোয়াড়কে আগামী নভেম্বর পর্যন্ত নিষিদ্ধ করেছে। গত ৩০ মে তারা কোন অনুমতি ছাড়া সাংহাইয়ের ট্রেনিং সেন্টার থেকে রাতে বেরিয়ে গিয়েছিল। সিএএফ’র বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ‘মহামারী নিয়ন্ত্রনে ক্লাবগুলোকে যে ধরনের স্বাস্থ্যবিধির নির্দেশনা দেয়া হয়েছে তার পুরোটাই ভঙ্গ করেছে এই খেলোয়াড়রা। এটা একটি বড় অপরাধ। এর ফলে পুরো দলের উপরই নেতিবাচক প্রভাব পড়েছে।’
আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সিএফএ আয়োজিত সকল ধরনের ম্যাচ থেকে এই খেলোয়াড়দের নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে। এই সময়ের মধ্যে জাতীয় দলের কোন কার্যক্রমেও তারা অংশ নিতে পারবে না।
এর মধ্যে সাংহাই এসআইপিজি ক্লাবের তিন খেলোয়াড় রেন লিহাও, লিও জুরুন ও পেং হাওয়ের বেতনকাটার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে চাইনিজ সুপার লিগ চ্যাম্পিয়ন্স ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে।
অনুর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ চেং ইয়াওডং বলেছেন, ‘আমরা তাদের সাথে অত্যন্ত কঠিন ভাষায় কথা বলেছি। আশা করছি তারা ভুল বুঝতে পারবে।
নতুন মৌসুমে চায়নার তৃতীয় টায়ারে খেলবে অনুর্ধ্ব-১৯ জাতীয় দলটি। ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের প্রস্তুতি হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বাসস/নীহা/১৭০৫/স্বব