বাসস দেশ-১৬ : পদ্মা ছাড়া দেশের প্রধান সব নদ-নদীর পানি সমতল বৃদ্ধি

104

বাসস দেশ-১৬
নদ-নদী-পরিস্থিতি
পদ্মা ছাড়া দেশের প্রধান সব নদ-নদীর পানি সমতল বৃদ্ধি
ঢাকা, ৮ জুন, ২০২০ (বাসস) : পদ্মা ছাড়া দেশের প্রধান সব নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে।
দেশের পর্যবেক্ষণাধীন ৯৩ টি পানি সমতল স্টেশনের মধ্যে ৬০ টি স্টেশনের পানি বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে হ্রাস পেয়েছে ২৮ টি পানি সমতল স্টেশনের ।অপরিবর্তিত রয়েছে ৫ টির।
আজ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে বলা হয়,বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ও ভারত আবহাওয়া অধিদফতরের গাণিতিক আবহাওয়া মডেলের তথ্য অনুযায়ী আগামী ৪৮ ঘন্টায় ভারতের আসাম,বরাক,ত্রিপুরা ও তৎসংলগ্ন বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের কিছু স্থানে মাঝারী থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
আগামী ২৪ ঘন্টায ব্রক্ষ্মপুত্র নদের পানি সমতল স্থিতিশীল হয়ে যেতে পারে।
গত ২৪ ঘন্টায় বাংলাদেশে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে লাটু স্টেশনে ১২৫ মিলি মিটার,জকিগঞ্জে ১২১ মিলিমিটার,লাল্লাখালে ৮৫ মিলিমিটার,কানাইঘাটে ৮২ মিলিমিটার,দক্ষিণ বাগে ৮০ মিলিমিটার, শেরপুর-সিলেট ৬৫ মিলিমিটার,মৌলভি বাজারে ৬৩ মিলিমিটার, ব্রাক্ষ্মণবাড়িয়ায় ৬০ মিলিমিটার এবং শ্রীমঙ্গলে ৫৮ মিলিমিটার।
বাসস/সবি/এসএস/১৭০০/-আরজি