মেহেরপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর পক্ষে করোনাভাইরাস প্রতিরোধে প্রচারণা শুরু

365

মেহেরপুর, ৮ জুন, ২০২০ (বাসস) : জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির পক্ষে মেহেরপুর জেলা আওয়ামী লীগ আজ করেনাভাইরাস প্রতিরোধে করণীয় বিষয়ে প্রচার শুরু করেছে। মেহেরপুর পৌর টাউন হল চত্বর থেকে প্রচার শুরু করা হয়।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট ইব্রাহিম শাহীন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল হালিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইকবাল হোসেন বুলবুল ও মখলেসুর রহমান খোকন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শ^াশত নিপ্পনসহ দলের বিভিন্ন স্তরের মানুষ।