সরকারি নির্দেশনা অমান্য করায় ফেনীতে ২৮ ব্যক্তির জরিমানা

264

ফেনী, ৮ জুন, ২০২০ (বাসস) : করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা অমান্য করা এবং মাস্ক ছাড়া বাইরে বের হওয়ায় ফেনীতে ২৮ ব্যক্তির জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পৃথক অভিযানে জেলার দাগনভূঞা ও সোনাগাজী উপজেলায় মোট ১৫ হাজার ৬শ’ টাকা জরিমানা করা হয়।
গতকাল সন্ধ্যায় সোনাগাজীর বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৫ ব্যক্তির জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব। তিনি জানান, সরকারি নির্দেশনা অমান্য করে মাস্ক পরা ছাড়া বাইরে বের হবার কারণে ১৫ ব্যক্তির মোট ২ হাজার ৮শ’ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদের উপজেলা প্রশাসনের পক্ষ হতে মাস্ক প্রদান করা হয়েছে।
অভিযানে জনসাধারণকে মাস্ক পরার উপযোগিতা সম্পর্কে অবহিত করেন তিনি। অজিত দেব বলেন, নির্দেশনা না মানলে প্রশাসন কঠোর হতে বাধ্য হবে।
অন্যদিকে একইদিন দুপুরে দাগনভূঞা বাজারে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাসুমা জান্নাত। তিনি জানান, দাগনভূঞার বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে জারীকৃত নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখা, সামাজিক দুরত্ব বজায় না রেখে গণজমায়েত করা, কোন কারণ ছাড়া অযথা ঘুরাঘুরি করায় ১৩ ব্যক্তিকে ১২ হাজার ৮শ’ টাকা জরিমানা করা হয়েছে। এসময় জনসাধারণকে নির্দেশনা মেনে চলতে এবং গণপরিবহনে সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যপারে সচেতন করা হয়েছে।