বাসস বিদেশ-৪ : চিলিতে করোনায় মৃতের সংখ্যা ২ হাজার ছাড়ালো

133

বাসস বিদেশ-৪
ভাইরাস-চিলি
চিলিতে করোনায় মৃতের সংখ্যা ২ হাজার ছাড়ালো
সান্টিÍয়াগো, ৮জুন, ২০২০ (বাসস ডেস্ক) : চিলিতে করোনাভাইরাসে রোববার আরো ৬৫৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে করে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৯০ জনে। কর্তৃপক্ষ এ কথা জানায়। খবর এএফপি’র।
স্বাস্থ্যমন্ত্রী জাইম মানালিচ বলেছেন, ডাব্লিউএইচও মার্চ ও এপ্রিল মাসের গণনায় কিছু ত্রুটি খুঁজে পাওয়ায় তা সংশোধন করা হয় এবং সেখানে মৃতের সংখ্যায় নতুন আরো ৯৬ জন যোগ হয়েছে।
তিনি জানান, শনিবার সেখানে ১ হাজার ৫৪১ জনের মৃত্যুর উল্লেখ করা হয়েছিল, রোববার তা ২ হাজার ২৯০ জনে পেঁছেছে।
চিলির স্বাস্থ্য কর্তৃপক্ষ ভাইরাস পরীক্ষা করা না হলেও যারা ভাইরাসের লক্ষ্যণ নিয়ে মৃত্যুবরণ করেছে, তাদেরকেও এই ভাইরাসে মৃত্যু হিসেবে গণনা করতে শুরু করেছে।
ইতোমধ্যে গত ২৪ ঘন্টায় নতুন আরো ৬ হাজার ৪০৫ জন সংক্রমিত হয়েছে। এতে করে দক্ষিণ আমেরিকার এই দেশটিতে ৩ মার্চ মহামারী শুরুর পর থেকে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৪ হাজার ১৫০জনে পৌঁছেছে।
তবে, ঘনবসতিপূর্ণ রাজধানী শাটিÍয়াগো তিন সপ্তাহ লকডাউনে রাখা হলেও ভাইরাসটি ছড়াতে শুরু করে ।
বাসস/ অনু-জেজেড/১৩২৫/জেহক