বাসস বিদেশ-৩ : নিউজিল্যান্ডে ছাড়া পেলেন করোনায় আক্রান্ত সর্বশেষ রোগী

136

বাসস বিদেশ-৩
নিউজিল্যান্ড-ভাইরাস
নিউজিল্যান্ডে ছাড়া পেলেন করোনায় আক্রান্ত সর্বশেষ রোগী
ওয়েলিংটন, ৮ জুন, ২০২০ (বাসস ডেস্ক) : নিউজিল্যান্ডে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত আর কোন রোগী নেই। করোনাভাইরাসে আক্রান্ত দেশটির সর্বশেষ রোগী সুস্থ হয়ে ওঠায় তাকে আইসোলেশন থেকে ছেড়ে দেয়ার পর সেখানে করোনা রোগীর সংখ্যা শূণ্যের কোটায় নেমে এলো। সোমবার স্বাস্থ্য কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।
স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক আশলে ব্লুমফ্লিল্ড বলেন, এটি ছিল ‘প্রকৃতপক্ষে ভাল খবর’ এবং আন্তরিকভাবে খুশি হওয়ার মতো একটি খবর। আর এটি পুরো নিউজিল্যান্ডের জন্য একটি বিশাল অর্জন।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘গত ২৮ ফেব্রুয়ারির পর থেকে এই প্রথমবারের মতো নিউজিল্যান্ডে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা শূণ্যের কোটায় নেমে এলো। কোভিড-১৯ ভাইরাস মোকাবেলায় এটি আমাদের জন্য
অবশ্যই একটি বড় অর্জন। তবে এর আগে আমরা বলেছি, কোভিড-১৯ ভাইরাসের বিরুদ্ধে চলমান সতর্কতা অবশ্যই অব্যাহত রাখতে হবে।’
নিউজিল্যান্ড তাদের দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবেলায় সফলতা অর্জনের জন্য প্রশংসিত হচ্ছে। দেশটিতে এ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর
এখানে সাত সপ্তাহের কঠোর লকডাউন আরোপ করা হয় যা গত মাসে শেষ হয়েছে।
দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ নিউজিল্যান্ডে করোনাভাইরাসে মোট ১ হাজার ১৫৪ জন আক্রান্ত হয় এবং এদের মধ্যে ২২ জন প্রাণ হারায়।
গত ১৭ দিন ধরে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কোন খবরম পাওয়া যায়নি। সোমবার পর্যন্ত এক সপ্তাহেরও বেশি সময় ধরে সেখানে কোভিড-
১৯ ভাইরাসে আক্রান্ত চিকিৎসাধীন রোগীর সংখ্যা ছিল মাত্র একজন।
বাসস/এমএজেড/১২৩৫/-জেহক