২০২২ পর্যন্ত টটেনহ্যামে লামেলা

1427

লন্ডন, ২১ জুলাই, ২০১৮ (বাসস) : টটেনহ্যামের সাথে চুক্তি নবায়ন করেছেন এরিক লামেলা। নতুন চুক্তি অনুযায়ী প্রিমিয়ার লিগের ক্লাবের সাথে ২০২২ পর্যন্ত থাকবেন আর্জেন্টাইন এই এ্যাটাকিং মিডফিল্ডার।
এর আগে দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড সন হেয়াং-মিনও টটেনহ্যামের সাথে পাঁচ বছরের চুক্তি নবায়ন করেছেন। যদিও সাম্প্রতীক সময়ে ইনজুরির কারণে লামেলার সময়টা ভাল যাচ্ছিলনা। গত মৌসুমে স্পারসদের হয়ে লামেলা ২৫টি প্রিমিয়ার লিগের ম্যাচ খেলেছেন। চলতি মৌসুমে আবরো চ্যাম্পিয়ন্স লিগের খেলার যোগ্যতা অর্জন করেছে টটেনহ্যাম।
২০১৮-১৯ মৌসুমকে সামনে রেখে এখন পর্যন্ত নতুন কোন খেলোয়াড়ের সাথে চুক্তি করেনি টটেনহ্যাম। তবে কোচ মরিসিও পোচেত্তিনোর জন্য পুরোনো খেলোয়াড়দের সাথে চুক্তি নবায়নের বিষয়টি অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন।
স্পারসেদর হয়ে ১৫৪টি ম্যাচে সর্বমোট ২৩ গোল করেছেন লামেলা। গত মৌসুমের পরপরই ডেভিনসন সানচেজ, হ্যারি উইঙ্কস ও ইংলিশ অধিনায়ক হ্যারি কেন নতুন করে ক্লাবের সাথে চুক্তি বৃদ্ধি করেছেন। মে মাসে পোচেত্তিনো নিজেও পাঁচ বছরের জন্য চুক্তি বৃদ্ধি করেছেন। তবে বেলজিয়ামের সেন্টার-ব্যাক টবি অলডারউইরেল্ডকে নিয়ে এখনো শঙ্কা রয়েছে। চলতি বছরই তার সাথে স্পারসদের চুক্তি শেষ হয়ে যাচ্ছে।