বাসস বিদেশ-১০ : পশ্চিম তীর অন্তর্ভুক্তি পরিকল্পনার বিরুদ্ধে ইসরাইলিদের সমাবেশ

352

বাসস বিদেশ-১০
ইসরাইল- ফিলিস্তিন-যুদ্ধ
পশ্চিম তীর অন্তর্ভুক্তি পরিকল্পনার বিরুদ্ধে ইসরাইলিদের সমাবেশ
তেল আভিভ, ৭ জুন, ২০২০ (বাসস ডেস্ক) : পশ্চিম তীর অন্তভর্ৃূক্তি নিয়ে সরকারের পরিকল্পনার বিরুদ্ধে শনিবার রাতে হাজার হাজার ইসরাইলি সমাবেশে মিলিত হয়। বার্তা সংস্থা এএফপি’র এক সাংবাদিক এ কথা জানান।
বামপন্থি এনজিও ও রাজনৈতিক দলগুলোর আহ্বানে ওই সমাবেশে অংশগ্রহণকারিরা পশ্চিম তীর ও সম্ভাব্য অন্যান্য অঞ্চল অন্তর্র্ভূক্তির বিরুদ্ধে ই্সরাইলী ও ফিলিস্তিনী পতাকা ও প্ল্যাকার্ড তুলে ধরে।
চলতি বছরের গোড়ার দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মধ্যপ্রাচ্য পরিকল্পনায় পশ্চিম তীর এবং আরো কয়েকটি ইহুদি বসতি ও কৌশলগত অঞ্চল ইসরাইলের অন্তর্ভুক্তির সবুজ সংকেত দেয়।
ফিলিস্তীনিদের মূল দাবিদাওয়া রাজধানী পূর্ব জেরুজালেম তাদের দখলে রাখা নিয়ে কোনো আলোচনা না করে প্রেসিডেন্ট ট্রাম্প ওইসব অঞ্চল বাদ দিয়ে ফিলিস্তিনী রাষ্ট্র নির্মাণের যে পরিকল্পনা করেন, ফিলিস্তীনিরা শুরুতেই ট্রাম্পের সেই পরিকল্পনা নাকোচ করে দেয়।
সমাবেশে উপস্থিত একজন আন্দোলনকারি ফিলিস্তিনী ও ইসরাইলিদের মধ্যে আরো বেশি সংহতির আহ্বান জানান। আন্ট শ্রাইবার নামে ওই আন্দোলনকারি এএফপিকে বলেন, ‘ আমরা ফিলিস্তিন ও ইহুদি জনসাধারণ একে অপরের যথেষ্ট ক্ষতিসাধন করেছি।’
এডেন নামে পরিচয় দেয়া অপর এক অংশগ্রহনকারি, ফিলিস্তিনীদের ওপর ন্যায় বিচার এবং ইসরাইলি ও ফিলিস্তিনী উভয়ের জন্যই শান্তির আ্হ্বান জানান। তিনি বলেন, ‘অঞ্চলসমূহের অন্তর্ভূক্তি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং এতে করে গোলোযোগপূর্ণ এই এলাকার উত্তেজনা আরো বেড়ে যেতে পারে।’
এডেন বলেন, ‘ এই অন্তর্ভূক্তি পরিকল্পনায় আমি ভীত।’ এডেন আরো বলেন,‘ আমি মনে করি, এই পকিল্পনা দাঙ্গা এমনকি যুদ্ধের দিকে নিয়ে যাবে। এই পরিকল্পনার মাধ্যমে কোনো প্রকার প্রাপ্তি ঘটবে না। এর সঙ্গে শান্তির কোনো সংশ্রব নেই।’
বাসস/ অনু-জেজেড/২০৫৭/আরজি