নিম্ন আয়ের ৫শ’ পরিবারকে সমাজসেবা অধিদফতরের খাদ্য সহায়তা

382

ঢাকা, ৭ জুন, ২০২০ (বাসস) : ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের খিলগাঁও, বাসাবো, মুগদা, মানিকনগর ও মাদারটেক এলাকার দুস্থ, প্রতিবন্ধী এবং শ্রমজীবী নিম্ন আয়ের ৫শ’ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের ১,২,৩,৪,৬ ও ৭ নং ওয়ার্ডভুক্ত এসব প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ১ লিটার সয়াবিন তেল ও সাবান প্রদান করা হয়।
সমাজসেবা অধিদফতর জেলা ও উপজেলা কার্যালয়সমূহের মাধ্যমে দেশব্যাপী খাদ্য ও নগদ অর্থ সহায়তা প্রদান করে যাচ্ছে। সমাজসেবা অধিদফতর, জাতীয় সমাজকল্যাণ পরিষদ, সমাজসেবা অধিদদফতরের কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবী সংস্থার অনুদানের সমন্বয়ে এসব খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
করোনা ভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার প্রেক্ষিতে গত ২৭ মার্চ হতে দুস্থ, অসহায়, প্রতিবন্ধী ব্যক্তি, পথশিশু, কর্মহীন শ্রমিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। মানুষের জীবনযাত্রা স্বাভাবিক না হওয়া পর্যš Íতা চলমান থাকবে।