বাসস ক্রীড়া-১৪ : রানীর জন্মদিন উপলক্ষে অস্ট্রেলিয়ায় মাঠে ফিরলো ক্রিকেট ও দর্শক

119

বাসস ক্রীড়া-১৪
ক্রিকেট-টি-২০
রানীর জন্মদিন উপলক্ষে অস্ট্রেলিয়ায় মাঠে ফিরলো ক্রিকেট ও দর্শক
সিডনি, ৭ জুন ২০২০ (বাসস) : করোনাভাইরাসের মধ্যেই রানীর জন্মদিন উপলক্ষ্যে টি-২০ দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে পুনরায় ক্রিকেট ফিরলো। সাথে মাঠে বসে ক্রিকেট ম্যাচ উপভোগ করার সুযোগও পেল দর্শকরা।
রানীর জন্মদিন উপলক্ষ্যে ডারউইনে শুরু হলো টি-২০ টুর্নামেন্ট। রাউন্ড রবিন লিগ ভিত্তিতে এই টি-২০ আসরের নাম ‘সিডিইউ টপ এন্ড টি-২০’। আগামী ৮ জুন পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। হবে ১৫ ম্যাচ।
টুর্নামেন্টে খেলা দেখার সৌভাগ্য হয়েছে ক্রিকেটপ্রেমিদের। মাঠে প্রবেশ করে গ্যালারিতে খেলা উপভোগ করেছেন তারা। সর্বমোট ৫শ দর্শক মাঠে ঢোকার অনুমতি পেয়েছেন।
করোনাভাইরাসের কারনে জমায়েত হবার সুযোগ নেই কোথাও। কিš ‘রানীর জন্মদিন উপলক্ষ্যে এই টুর্নামেন্টে আয়োজনের অনুমতি দেয়া হয়।
সাতটি ডারউইন প্রিমিয়ার গ্রেড ক্লাব অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। এনটি ক্রিকেট এবং চার্লস ডারউইন ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে ম্যাচগুলো আয়োজন করা হবে।
ম্যাচগুলোর ভেন্যু নির্ধারন করা হয়েছে, মারারা ক্রিকেট গ্রাউন্ড, গার্ডেনস ওভাল এবং কাজালিজ ওভাল। প্রত্যক দিন দু’টি করে ম্যাচ হবে। স্থানীয় সময় সকাল ১০টা ও দুপুর ২টায় শুরু হবে খেলাগুলো।
বাসস/এএমটি/১৯২০/স্বব