বাসস দেশ-১৫ : চট্রগ্রামে আরও ১৫৬ জনের করোনা শনাক্ত

126

বাসস দেশ-১৫
চট্রগ্রামে আরও ১৫৬ জনের করোনা শনাক্ত
চট্টগ্রাম, ০৭ জুন ২০২০ (বাসস) : চট্টগ্রামে ৫২৩ জনের নমুনা পরীক্ষায় আরও ১৫৬ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
রোববার (৭ জুন) দুপুরে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, শনিবার রাত পর্যন্তর্ চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় (সিভাসু) ও কক্সবাজার মেডিকেল ল্যাবে ৫২৩ টি নমুনা পরীক্ষা করা হয়। এসব নমুনা
পরীক্ষায় ১৫৬ জনের করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।
তিনি জানান, শনিবার রাত পর্যন্ত ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৩৬ জনের নমুনা পরীক্ষায় ৫২ জন এবং চমেক ল্যাবে ১১৮ জনের নমুনা পরীক্ষা করে ৩৭ জনের করোনা পাওয়া গেছে।
এদিকে সিভাসু ল্যাবে শনিবার রাত পর্যন্ত ১৫৬ জনের নমুনা পরীক্ষা করে ৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১৩ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা পাওয়া গেছে।
চট্টগ্রামে এ পর্যন্ত ৩ হাজার ৯৬২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৯৩ জন। সুস্থ হয়েছেন অন্তত ২৬৭ জন।
বাসস/জিই/কেএস/এমএন/১৯০০/-এমএসআই