বাসস প্রধানমন্ত্রী-৩ (লিড) : সিআরপিকে প্রধানমন্ত্রীর ১০ কোটি টাকা অনুদান

116

বাসস প্রধানমন্ত্রী-৩ (লিড)
শেখ হাসিনা-অনুদান
সিআরপিকে প্রধানমন্ত্রীর ১০ কোটি টাকা অনুদান
ঢাকা, ৭ জুন, ২০২০ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা পক্ষাঘাতগ্রস্থদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি)-কে ১০ কোটি টাকা অনুদান প্রদান করেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সিআরপিকে ১০ কোটি টাকা অনুদান দিয়েছেন, যাতে এটি ভালভাবে পরিচালিত হতে পারে এবং জনগণকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবাসহ অন্যান্য সেবা প্রদান করতে পারে।
পক্ষাঘাতগ্রস্থ মানুষের চিকিৎসা, সহযোগিতা এবং পুনর্বাসনের জন্য দেশে ১৯৭৯ সালে সিআরপি’র যাত্রা শুরু হয়। সংস্থাটি পক্ষাঘাতগ্রস্থ মানুষের বিশেষ ধরণের চাহিদার কথা বিবেচনায় রেখে সামাজিক এবং অর্থনৈতিক দিকগুলোর প্রতি বিশেষ দৃষ্টি দিয়ে চিকিৎসা, পুনর্বাসন এবং শারীরিক, মানসিক, সহায়তা প্রদান করে।
সিআরপি দেশে স্বাস্থ্যসেবা এবং পুনর্বাসনে দক্ষ কর্মী বিকাশে সহায়তা করছে। এটি অন্যান্য সংস্থার সহযোগিতায় প্রতিবন্ধীদের জন্য পরিষেবা সম্প্রসারণের লক্ষে দেশের বিভিন্ন অঞ্চলে সেবা কেদ্র গড়ে তুলেছে।
বাসস/এসএইচ/ অনু-এফএন/১৮২৫/আরজি