বাসস ক্রীড়া-৮ : আরেকটা সুযোগ হেলসের প্রাপ্য : ভন

138

বাসস ক্রীড়া-৮
ক্রিকেট-হেলস
আরেকটা সুযোগ হেলসের প্রাপ্য : ভন
লন্ডন, ৭ জুন ২০২০ (বাসস) : দেশের মাটিতে গত বিশ্বকাপের আগে মাদক নিয়ে তিন সপ্তাহের জন্য নিষিদ্ধ হন ডান-হাতি ওপেনার ইংল্যান্ডের অ্যালেক্স হেলস। ফলে বিশ্বকাপের দলে সুযোগ হয়নি তার। কিন্তু জাতীয় দলে ফিরতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন হেলস। বিগ ব্যাশ, পিএসএলে দারুন পারফরমন্সে করেছেন তিনি। কিন্তু তাতেও মন গলেনি ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি)।
আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ৫৫ জন খেলোয়াড়কে নিয়ে অনুশীলন ক্যাম্প করতে যাচ্ছে ইসিবি। সেই ক্যাম্পে ডাক পাননি হেলস।
হেলস ডাক না পাওয়ায় হতাশ ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। তিনি জানান, হেলসের যথেষ্ট শাস্তি হয়েছে। এবার জাতীয় দলে সুযোগ তার প্রাপ্য।
বিবিসি রেডিওর আয়োজনে সাবেক ইংলিশ স্পিনার ফিল টাফনেলের সাথে এক আলোচনায় ভন বলেন, ‘আমি মনে করি, তাকে দলে না রাখাটা ভুল ও অমানবিক। সে ভুল করেছে, সেই শাস্তিও সে ভোগ করেছে। বিশ্বকাপ খেলতে পারেনি, বিশ্বকাপজয়ী দলের অংশ হতে পারেনি। এর চাইতে শাস্তি আর কি-বা হতে পারে। আমি সব সময় মনে করি, কেউ ভুল করলে, তাকে দ্বিতীয় সুযোগ দেয়া উচিত। আবারো জাতীয় দলে তার সুযোগ পাওয়া উচিত।’
নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরে নিজের সেরাটা দেয়ার চেষ্টা করেছেন হেলস। সম্প্রতি তিনি বলেন, ‘আমি আমার ভুলের শাস্তি পেয়েছি। আমি আবারো জাতীয় দলে ফিরতে চাই। জাতীয় দলের হয়ে যেকোন ফরম্যাটে খেলতে আমি মুখিয়ে আছি।’
তবে ওয়ানডে ও টি-২০ দলের অধিনায়ক ইয়োইন মরগান, হেলসকে নিয়ে নেতিবাচক কথাই বলেন। তিনি জানান, ‘হেলসের ওপর দলের হারানো বিশ্বাস ফিরতে সময় লাগবে। হেলসকে আরও অপেক্ষা করতে হবে।’
বাসস/এএমটি/১৮০০/স্বব