বাসস বিদেশ-৯ : পূর্বাঞ্চলে বিমান হামলায় ইরানপন্থী ১২ যোদ্ধা নিহত

104

বাসস বিদেশ-৯
সিরিয়া -সংঘর্ষ
সিরিয়ার পূর্বাঞ্চলে বিমান হামলায় ইরানপন্থী ১২ যোদ্ধা নিহত
বৈরুত, ৭ জুন, ২০২০ (বাসস ডেস্ক) : সিরিয়ার পূর্বাঞ্চলে শনিবার সন্ধ্যায় অজ্ঞাত বিমান হামলায় ইরানপন্থী অন্তত ১২ যোদ্ধা প্রাণ হারিয়েছে।
লন্ডন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, পূর্বাঞ্চলীয় দেইর এজর এলাকায় ইরানী বাহিনী লক্ষ্য করে আটবার বিমান হামলা চালানো হয়।
কারা বিমান হামলার চালিয়েছে এ বিষয়ে অবজারভেটরি কিছু বলতে না পারলেও এর প্রধান রামি আবদেল রহমান বলেছেন, ইসরাইল সম্ভবত এ হামলা চালিয়েছে।
উল্লেখ্য, এর আগে ইসরাইল বিশেষত দেইর এজর এলাকায় ইরান সমর্থিত বাহিনী লক্ষ্য করে শতশত বার বিমান হামলা চালিয়েছে।
ইসরাইল এসব হামলার দায়িত্ব খুব কমই স্বীকার করেছে।
বাসস/জুনা/১৭২৩/জেহক