বাসস বিদেশ-৭ : মেক্সিকোতে মাদকসেবি পূনর্বাসন কেন্দ্রে হামলায় ১০ জন নিহত

134

বাসস বিদেশ-৭
মেক্সিকো- মাদক -নিহত
মেক্সিকোতে মাদকসেবি পূনর্বাসন কেন্দ্রে হামলায় ১০ জন নিহত
সিলায়া, মেক্সিকো, ৭ জুন, ২০২০ (বাসস ডেস্ক) : মেক্সিকোর গুয়ানজুয়াতো রাজ্যে একটি মাদকসেবি পূনর্বাসন কেন্দ্রে শনিবার এক হামলায় ১০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ কথা জানায়।
মিউনিসিপাল সরকার জানায়, সশস্ত্র একটি গ্রুপ বিকালে ইরাপুয়াতু সেন্টারে আকস্মিকভাবে ঢুকে গুলি চালায়, এতে ঘটনাস্থলেই নয় জনের মৃত্যু হয়,অপর আহত একজনকে হাসপাতালে নেয়ার পর মারা যায়।
রাজ্যের জননিরাপত্তা সচিব জানান, “হামলাকারীরা সেখানে প্রবেশ করে ভয়ংকর সহিংসতা চালায়।”
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং প্রসিকিউটরের অফিস প্রাথমিক তদন্ত শুরু করে।
গুয়ানজুয়াতো মেক্সিকোর গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র, এখানে অটোমোবাইল, এয়ারক্রাফট এবং অন্যান্য ভারি শিল্প কারখানা রয়েছে।
এখানে গুরুত্বপূর্ণ শিল্প এবং জ্বালানি অবকাঠামোর পাশাপাশি মাদকপাচার, চাঁদাবাজি ও অপহরণকারীদের দাপট রয়েছে।
গত বছর মেক্সিকোতে এ ধরণের সহিংসতায় ৩৪ হাজার ৫৮২ জনের মৃত্যু হয়েছে।
বাসস/এএফপি/অনু –এমএবি/১৪৫২/জেহক