ডিসিসি’র সাবেক জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন মারা গেছেন

350

ঢাকা, ৬ জুন, ২০২০ (বাসস) : জাতীয় প্রেসক্লাবের সহযোগী সদস্য এবং অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি) অবসরপ্রাপ্ত প্রধান জনসংযোগ কর্মকর্তা সাংবাদিক জাহাঙ্গীর হোসেন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭২ বছর।
আজ শনিবার সকালে হার্ট অ্যাটাকে তিনি মারা যান বলে তার ছোট ভাই বিশিষ্ট সাংবাদিক আলমগীর হোসেন জানান। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। রাজধানীর মিরপুর দারুস সালামে নিজ বাসভবন এলাকায় নামাজে জানাজা শেষে দুপুরে গাবতলী কবরস্থানে তাকে দাফন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশুনা শেষ করে তিনি সাংবাদিকতা পেশায় ছিলেন। পরে তিনি ৮০ দশকের শুরুর দিকে ঢাকা সিটি করপোরেশনের প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগ দেন। তার পৈতৃক বাড়ি ফরিদপুর জেলা শহরে।
সাংবাদিক জাহাঙ্গীর হোসেনের মৃত্যুতে জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন গভীর শোক প্রকাশ করেছেন। আজ এক শোক বার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।