বাসস ক্রীড়া-১৪ : ১০ কোটি ডলার অনুদান দিচ্ছেন জর্ডান

212

বাসস ক্রীড়া-১৪
বাস্কেটবল-জর্ডান
১০ কোটি ডলার অনুদান দিচ্ছেন জর্ডান
যুক্তরাষ্ট্র, ৬ জুন ২০২০ (বাসস) : বর্ণবাদের বিপক্ষে লড়াইয়ের জন্য ১০ কোটি ডলার অনুদান দেয়ার ঘোষনা দিলেন যুক্তরাষ্ট্রে বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডান।
আগামী ১০ বছরে তার ও জর্ডান ব্র্যান্ডের পক্ষ থেকে এই অর্থ দেওয়া হবে, এক বিবৃতিতে এ তথ্য দেন ৫৭ বছর বয়সী জর্ডান।
বর্ণবাদ দূর করতে এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান জর্ডান। সবার সঙ্গে মিলে লড়াই করতে চান জর্ডান। তিনি বলেন, ‘সম্প্রতি যা ঘটেছে তা দুঃখজনক। আশা করি, সকল সমস্যার সমাধান হবে।’
কৃষ্ণাঙ্গ হবার কারণে গত সপ্তাহে আফ্রিকান-আমেরিকান সাবেক বাস্কেটবল খেলোয়াড় জর্জ ফ্লয়েডকে হাঁটুতে পিষে হত্যা করেছে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্য পুলিশ। এ নির্মম হত্যার ভিডিও ভাইরাল হতেই প্রতিবাদে ফেটে পড়ে পুরো যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্ব।
বাসস/এএমটি/২০২০/স্বব