বাসস ক্রীড়া-১২ : অক্টোবরে মাঠে ফিরছে বাংলাদেশ ফুটবল দল

122

বাসস ক্রীড়া-১২
ফুটবল-বাফুফে
অক্টোবরে মাঠে ফিরছে বাংলাদেশ ফুটবল দল
ঢাকা, ৬ জুন ২০২০ (বাসস) : প্রাণঘাতি করোনাভাইরাসের কারনে স্থগিত হওয়া বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বের ম্যাচগুলোর নতুন তারিখ নির্ধারণ করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। নতুন সূচি অনুযায়ী আগামী অক্টোবরে মাঠে ফিরতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ, একটি ভিডিও বার্তায় এসব তথ্য জানান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাফুফের নিজস্ব ওয়েবসাইটে সোহাগ বলেন, ‘কোভিড-১৯ পরিস্থিতির কারনে ফিফা ও এএফসির সিদ্বান্ত অনুযায়ী আমাদের ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ ও এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বের সমস্ত ম্যাচগুলো স্থগিত করা হয়। পরবর্তীতে গতকালকে এশিয়ান ফুটবল কনফেডারেশন কর্তৃক যে বিজ্ঞপ্তি জারি করা হয়, সেখানে এশিয়ান ফুটবল কনফেডারেশনের সকল দেশগুলোকে জানানো হয়েছে, ফিফার সাথে আলোচনার করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন। ফিফার কাছ থেকে অনুমতি নিয়ে ফিফার সিদ্বান্ত অনুযায়ী, আগামী অক্টোবর-নভেম্বর মাসে আমাদের বাকী ম্যাচগুলো আয়োজন করা হবে। আগামী ৮ ও ১৩ অক্টোবর এবং নভেম্বরে আমাদের খেলাগুলো থাকবে।’
তিনি আরও জানান, নতুন সূচি অনুযায়ী করোনা পরবর্তী আগামী ৮ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ রয়েছে বাংলাদেশের।
এরপর ১৩ অক্টোবর দোহায় কাতারের বিপক্ষে ফিরতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। নিজেদের শেষ দু’টি ম্যাচ নভেম্বরে ভারত ও ওমানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। নতুন সূচি অনুযায়ী ঢাকায় ১২ ও ১৭ নভেম্বর ভারত ও ওমানের বিপক্ষে খেলবেন বাংলাদেশ।
‘ই’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ কাতার, ওমান, ভারত ও আফগানিস্তান। এই চার দলের বিপক্ষে হোম এন্ড অ্যাওয়ে ভিত্তিতে মোট ৮টি ম্যাচ খেলবে বাংলাদেশ। বাংলাদেশ ইতোমধ্যে ৮ ম্যাচের ৪টি খেলেছে। বাকি ৪ ম্যাচের দু’টি হবে অক্টোবরে ও অন্য দু’টি নভেম্বরে।
প্রথম চার ম্যাচের মধ্যে প্রথমটিতে তাজিকিস্তানের দুশানবেতে আফগানিস্তানের ১-০ গোলে হারে বাংলাদেশ। ঢাকায় দ্বিতীয় ম্যাচে কাতারের কাছে ২-০ গোলে হারে তারা।
তৃতীয় ম্যাচে কলকাতায় ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। চতুর্থ ম্যাচে ওমানের মাটিতে তাদের কাছে ৪-১ গোলে হারের লজ্জা পায় বাংলাদেশ। বাছাইপর্বে পয়েন্ট তারিকায় সবার নিচে অবস্থান করছে বাংলাদেশ।
বাসস/এএমটি/১৯১৫/স্বব