বাসস ক্রীড়া-১৪ : আরো ১০ দিনের জন্য খেলার বাইরে ইব্রাহিমোভিচ

193

বাসস ক্রীড়া-১৪
ফুটবল-ইতালী-সিরিএ-ইব্রাহিমোভিচ
আরো ১০ দিনের জন্য খেলার বাইরে ইব্রাহিমোভিচ
রোম, ৫ জুন ২০২০ (বাসস/এএফপি) : কাফ ইনজুরির কারণে আরো ১০ দিন মাঠের বাইরে কাটাতে হবে সুইডিশ তারকা জøাটান ইব্রাহিমোভিচকে। বৃহস্পতিবার তার ক্লাব এসি মিলান এই ঘোষণা দিয়ে জানায় নতুন করে তাকে ডাক্তারী পরীক্ষা করানো হবে।
ক্লাবটি জানায়,‘ ৩৮ বছর বয়সি এই তারকা ইনজুরির জন্য ডাক্তারী পরীক্ষার সম্মুীন হবেন। বেশ ভালভাবেই সুস্থতার পথে এগুচ্ছেন তিনি। কোন রকম সমস্যা হচ্ছে না। ১০ দিনের মধ্যে তাকে নতুন ভাবে পরীক্ষা করে দেখা হবে বলে আশা করা হচ্ছে।’
গত মাসে ক্লাবে অনুশীলনের সময় এই ইনজুরিতে আক্রান্ত হয়েছে সুইডিশ তারকা। আগামী সপ্তাহের শেষভাগে করোনা ভাইরাসের লকডাউন কাটিয়ে মাঠে খেলতে নামার প্রস্তুতি নিচ্ছে এসি মিলান। জুভেন্টাসের বিপক্ষে ইতালীয় কাপের সেমি-ফাইনাল ম্যাচ দিয়ে মাঠে প্রত্যাবর্তন করতে যাচ্ছে সিরি এ লীগের জায়ান্ট ক্লাবটি।
বাসস/এএফপি/এমএইচসি/১৯৫০/স্বব