বাসস ক্রীড়া-১৯ : মানুষের বিনাশ অনিবার্য : রুবেল

182

বাসস ক্রীড়া-১৯
ক্রিকেট-রুবেল
মানুষের বিনাশ অনিবার্য : রুবেল
ঢাকা, ৪ জুন ২০২০ (বাসস) : ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য কেরালায় একটি অন্তঃসত্ত্বা হাতিকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। ঐ হাতিকে হত্যার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার ঝড় উঠে।
আনারসের মধ্যে বিস্ফোরক ভরে হাতিটিকে খাইয়ে দেয়া হয়। কিছুদিন বাদে তীব্র যন্ত্রণার পর হাতিটি সবশেষে মারা যায়।
এমন ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। টুইটারে কোহলি টুইট করে লিখেন, ‘কেরালায় যা হয়েছে তা শুনে আমি হতভম্ব হয়ে গেছি। আসুন আমরা আমাদের প্রাণীদের প্রতি সদয় হই এবং এধরনের কাপুরুষিত কর্মকান্ড রুখে দিই।’
কোহলির মতো ঐ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেল হোসেন।
ফেসবুকে নিজের ভেরিফাইড পোস্টে রুবেল লিখেন, ‘বেশি কিছু লেখার ক্ষমতা নেই….কী-ই বা বলবো!!!
অন্তঃসত্ত্বা ১৫ বছরের হাতিটিকে কেরালার মানুষেরা যেভাবে হত্যা করেছে, তাতে বলা কি কিছু সাজে??? আনারসের মধ্যে বাজি পটকা ভরে নৃশংস হত্যা!! আর অবলা হাতিটি নিজের বাচ্চা কে বাঁচাতে পুকুরে গেল, যাতে পেটের বাচ্চাটার ক্ষতি না হয়…যতই হোক, মা তো….কিন্তু শেষ রক্ষা হয় নি।
কেরালার মানুষেরা কতটা শিক্ষিত-অশিক্ষিত সে প্রশ্ন থাক!! প্রশ্নটা উঠুক মানুষের মনুষ্যত্ব নিয়ে!!
করোনার ভ্যাকসিন হয়তো তৈরি হবে কোনোদিন, জীবন যুদ্ধে মানুষ আরো একধাপ এগিয়ে যাবে আবার, কিন্তু মানবিকতার দিক থেকে আমরা একদম তলানিতে পৌঁছে যাবো না তো? এই ধরনের নিকৃষ্টতম বীভৎসতা কেবলমাত্র মানুষের পক্ষেই দেখানো সম্ভব। এরপরেও মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব বলে দাবি করে? আমরা এই পৃথিবী ডিজার্ভ করিনা। যে অন্যায়, যে অবিচার ক্রমশ মানুষ করে যাচ্ছে তার শান্তি অবশ্যই পাবে। প্রকৃতি কারো ঋণ রাখে না। সৃষ্টিকর্তা সব সুদে আসলে ফিরত দিয়ে দেয়। আজ যে পৃথিবীর এই অবস্থা সেটার জন্যও মানুষই দায়ী। মানুষের বিনাশ অনিবার্য।’
বাসস/এএমটি/২০৩৫/স্বব