টটেনহ্যাম ক্লাবে একজন করোনায় আক্রান্ত

206

লন্ডন, ৪ জুন ২০২০ (বাসস) : সাম্প্রতিক পরীক্ষায় একজনের দেহে করোনা পজিটিভ এসেছে বলে নিশ্চিত করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম হটস্পার। ইতোমধ্যেই সেই ব্যক্তিকে সাতদিনের সেল্ফ-আইসোলেশনে পাঠানো হয়েছে বলে ক্লাব সূত্র জানিয়েছে।
এক বিবৃতিতে স্পার্সদের পক্ষ থেকে বলা হয়েছে, ‘চিকিৎসার গোপনীয়তার জন্য আক্রান্ত ব্যক্তির নাম প্রকাশ করা হবে না।’
সম্প্রতি ১১৯৭ জন খেলোয়াড় ও স্টাফের মধ্যে যে পরীক্ষা চালানো হয়েছে তার মধ্যে এই একটি মাত্র পজিটিভ কেস এসেছে।
এই নিয়ে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর পঞ্চম রাউন্ডের কোভিড-১৯ পরীক্ষা সম্পন্ন হলো। সর্বমোট ৫০৭৯ টি পরীক্ষার মধ্যে ১৩টি ফলাফল পজিটিভ এসেছে। বর্তমানে প্রিমিয়ার লিগের খেলোয়াড় ও স্টাফদের মধ্যে সপ্তাহে দুইবার করে করোনা পরীক্ষা করা হচ্ছে। আগামী ১৭ জুন থেকে শুরু হবে করোনা পরবর্তী ইংলিশ প্রিমিয়ার লিগের বাকি মৌসুম।