বিশ্বকাপের আগে ইংল্যান্ডের সাথে ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান

349

লন্ডন, ২০ জুলাই, ২০১৮ (বাসস) : ২০১৯ বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে একটি টি-২০ ও পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে পাকিস্তান। এই সিরিজ দিয়ে ওয়ানডে বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেয়ার ভালো সুযোগ পাকিস্তান-ইংল্যান্ড উভয় দলই। ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আজ এ সূচি ঘোষণা করেছে।
ইংল্যান্ডের মাটিতে আগামী বছর ৩০ মে শুরু হবে বিশ্বকাপ ক্রিকেট। বিশ্বকাপের আগে ৫ মে থেকে ১৯ মে পর্যন্ত এক ম্যাচের টি-২০ ও পাঁচ ওয়ানডের সিরিজ খেলবে পাকিস্তান ও ইংল্যান্ড।
কার্ডিফে ৫ মে অনুষ্ঠিত হবে একমাত্র টি-২০ ম্যাচটি। এরপর ৮ মে ওভালে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে। ১১ মে দ্বিতীয় ওয়ানডে হবে সাউদাম্পটনে। ১৪ মে ব্রিস্টলে হবে সিরিজের তৃতীয় ওয়ানডে। শেষ দু’টি ওয়ানডে হবে যথাক্রম ১৭ ও ১৯ মে। শেষ দু’টি ওয়ানডে হবে টেন্ট ব্রিজ ও হেডিংলিতে।

অ্যাশেজ সিরিজের সূচি :

তারিখ                                            ম্যাচ                                                          ভেন্যু

৫ মে ২০১৯                                   একমাত্র টি-২০                                         কার্ডিফ

৮ মে ২০১৯                                  প্রথম ওয়ানডে                                         কাই ওভাল

১১ মে ২০১৯                                 দ্বিতীয় ওয়ানডে                                      সাউদাম্পটন

১৪ মে ২০১৯                                 তৃতীয় ওয়ানডে                                      ব্রিস্টল

১৭ মে ২০১৯                                 চতুর্থ ওয়ানডে                                        টেন্ট ব্রিজ

১৯ মে ২০১৯                                 পঞ্চম ওয়ানডে                                        হেডিংলি