ডাইভিং স্কুল : শিশুদের গড়াগড়ি খাওয়া শেখান নেইমার

213

রিও ডি জেনেইরো, ২০ জুলাই, ২০১৮ (বাসস/এএফপি) : সমালোচকদের এক হাত নিলেন নেইমার। বৃহস্পতিবার ব্যঙ্গাত্বক একটি ভিডিও প্রকাশের মাধ্যমে তিনি তার সমালোচকদের সমালোচনার জবাব দিয়েছেন, যেখানে দেখা গেছে নেইমার শিশুদের শিক্ষা দিচ্ছেন কিভাবে ডাইভ দিতে হয়।
সদ্যসমাপ্ত রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলীয় এই সুপার স্টার প্রতিপক্ষের চ্যালেঞ্জ মোকাবেলা করার সময় ঘন ঘন মাটিতে পড়ে গিয়ে গড়াগড়ি খাওয়ায় ব্যপকভাবে সমালোচিত হন। তবে বৃহস্পতিবার ইনস্টাগ্রাম একাউন্টে ব্যাঙ্গাত্বক ভিডিও প্রকাশ করে ওই সমালোচনার প্রতিশোধ নেন বিশ্বের সবচেয়ে দামী ফুটবল তারকা।
ভিডিওতে দেখা যায়, একটি পার্কিং লটে প্রায় এক ডর্জন শিশু নিয়ে নেইমার চিৎকার করছেন ‘ওয়ান, টু, থ্রি , গো’ – আর তারা মাটিতে লুটিয়ে পড়ছে। তখনই ওই ব্রাজিলীয় হাসতে হাসতে লুটিয়ে পড়ে বলছেন,‘ এটি হচ্ছে একটি ফ্রি কীক’।
তিনি ভিডিওটির শিরোনাম করেছেন # চ্যালেঞ্জ ডিএএফএলটা। পুর্তগীজে ফ্রি কীক চ্যালেঞ্জ।
রাশিয়া বিশ্বকাপ চলাকালে ‘নেইমার চ্যালেঞ্জ’ দারুনভাবে ছড়িয়ে পড়ে। যেখানে নেইমারকে ইচ্ছেমত উপহাস করা হয়েছে।