নড়াইলে দুর্নীতি বিরোধী শিক্ষা উপকরণ বিতরণ

168

নড়াইল, ২০ জুলাই, ২০১৮ (বাসস) : জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুর্নীতি প্রতিরোধ কমিটির সততা সংঘের সদস্যদের মাঝে দুর্নীতি বিরোধী শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মনিরুজ্জামান মল্লিক। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল হক। আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান প্রমুখ।
জেলার ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৫৬০ জন সদস্য ও ৫ জন কর্মকর্তাকে শিক্ষা উপকরণ হিসেবে ছাতা, খাতা, স্কেল বিতরণ করা হয়।
এ সময় সরকারি কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক, শিক্ষক, দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।