বাসস দেশ-২৫ : ইউনাইটেড হাসপাতালে আগুনের ঘটনায় ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট

203

বাসস দেশ-২৫
হাইকোর্ট-আদেশ
ইউনাইটেড হাসপাতালে আগুনের ঘটনায় ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট
ঢাকা, ২ জুন ২০২০ (বাসস): ইউনাইটেড হাসপাতালে অগ্নিকান্ডে পাঁচ জনের মৃত্যুর ঘটনার ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট। আগামী ১৪ জুনের মধ্যে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষসহ চার রেসপনডেন্টকে অগ্নিকান্ডের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বিচারপতি এম, ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ আজ এই আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মুনতাসির উদ্দিন আহমেদ। তার সঙ্গে ছিলেন আইনজীবী নিয়াজ মাহমুদ ও শাহিদা সুলতানা শীলা। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি এটর্নি জেনারেল অমিত তালুকদার।
রিটের পক্ষে আইনজীবী ব্যারিস্টার মুনতাসির উদ্দিন আহমেদ আদালতের আদেশের বিষয়টি গণমাধ্যমকে জানান।
গত ২৭ মে রাতে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে এসি বিস্ফোরণের আগুনে পাঁচ জনের মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারের জন্য ৫ কোটি টাকা করে ক্ষতিপূরণ, ইউনাইটেড হাসপাতালের লাইসেন্স বাতিলের নির্দেশনা চেয়ে গত ৩০ মে হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করেন আইনজীবী নিয়াজ মাহমুদ ও শাহিদা পারভীন শিলা।
রিটে স্বাস্থ্য সচিব, ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট ১২ জনকে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়।
বাসস/এএসজি/ডিএ/২০১১/এবিএইচ