বাজিস-২ : পঞ্চগড়ের দেবীগঞ্জে জুট মিলে পাট ক্রয়ের উদ্ধোধন : ক্রয়ের লক্ষ্যমাত্রা ১ লাখ মণ

172

বাজিস-২
পঞ্চগড়-পাট-ক্রয়
পঞ্চগড়ের দেবীগঞ্জে জুট মিলে পাট ক্রয়ের উদ্বোধন : ক্রয়ের লক্ষ্যমাত্রা ১ লাখ মণ
পঞ্চগড়, ২০ জুলাই, ২০১৮ (বাসস) : বাংলাদেশ জুট মিলস করপোরেশনের অধীন ইউনাইটেড মেঘনা চাঁদপুর জুটমিলের (ইউএমসি) দেবীগঞ্জ এজেন্সি ক্রয় কেন্দ্রে শুক্রবার আনুষ্ঠানিকভাবে পাট ক্রয়ের উদ্বোধন করা হয়েছে।
সংসদ সদস্য এডভোকেট নুরল ইসলাম সুজন এ পাট ক্রয়ের উদ্বোধন করেন। এ সময় মিলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, দেবীগঞ্জ জুট মিলের ক্রয় কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক মনিরুল ইসলাম পিন্টু, দেবীগঞ্জ সোনালী ব্যাংক ম্যানেজার জিয়াউর রহমান জিয়া, মার্কেন্টাইল ব্যাংক ম্যানেজার এম. এ. রাজ্জাকসহ অর্ধশত পাট ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
১৭৩১ টাকা মণ দরে উদ্বোধনী দিনে ২০০ মণ পাট কেন্দ্রটি ক্রয় করেছে। মিল সূত্র জানিয়েছে, দেবীগঞ্জের এজেন্সী ক্রয় কেন্দ্র থেকে এবার ১ লাখ মণ পাট ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বাসস/সংবাদদাতা/১৫৪০/মরপা