আধুনিক ক্রিকেটে ভারতের ‘সঙ্গায়িত জুটি’কোহলি-রোহিত : সাঙ্গাকারা

273

কলম্বো, ২ জুন ২০২০ (বাসস) : শ্রীলংকার কিংবদন্তী কুমার সাঙ্গাকারার মতে যুগ যুগ ধরেই ক্রিকেট বিশ্ব ‘একটা সঙ্গায়িত জুটি’ পেয়েছে, যারা উপখ্যানে পরিনত হয়েছেন এবং আধুনিক ক্রিকেটে ভারতের বিশেষ দুই তারকা হচ্ছেন বর্তমান অধিনায়ক বিরাট কোহলি ও ওপেনার রোহিত শর্মা। তার মতে, বিশ্ব ক্রিকেটকে শাসন করছে কোহলি-রোহিত। দু’জনই এখন ক্রিকেটের রান মেশিন।
গাঙ্গাকারার মতে টেকনিকের দিক থেকেও বেশ দক্ষ কোহলি ও রোহিত। তবে প্রয়োজনের সময়ে বিধ্বংসী হয়ে উঠতে কার্পন্য করেন না তারা, ‘বিশ্ব ক্রিকেটে এই সময়ের দুই সেরা ব্যাটসম্যান কোহলি-রোহিত। একদিকে তারা যেমন টেকনিকে দক্ষ, ব্্যাটিংয়েও বিধ্বংসী। যেকোন পরিস্থিতি মোকাবেলা করার দারুন ক্ষমতা রয়েছে এ জুটির । দলের প্রয়োজন মেটাতে তারা বেশ পটু।’
বিশ্ব ক্রিকেট অনেক তারকা ব্যাটসম্যানের আবির্ভাব দেখেছে। বর্তমান যুগে ক্রিকেটকে শাসন করছেন কোহলি-রোহিত। সাঙ্গাকারা বলেন, ‘পেশি শক্তির প্রয়োগ দিয়ে বা শট খেলার সময়ে নিজের সবটা ঢেলে দিতে হবে এমন নয়, কোহলি-রোহিত ক্রিকেটীয় শট খেলেই সাফল্য পাচ্ছে। তাদের ক্রিকেটীয় জ্ঞান অনেক বেশি। পরিস্থিতি দ্রুত আয়ত্বে নিয়ে নিতে পারে।’
তিন ফরম্যাটেই ব্যাট হাতে দাপট দেখাচ্ছেন কোহলি-রোহিত। তাদের মধ্যে বিশেষ গুন রয়েছে বলে জানান সাঙ্গাকারা, ‘কোহলি-রোহিতের মধ্যে স্পেশ্যাল একটা ব্যাপার আছে। ক্রিকেটের নিয়ম এখন অনেক বদলেছে। ওয়ানডে’তে রান করাও হয়ে উঠেছে অনেক সহজ। কিন্তু সব ফরম্যাটেই ধারাবাহিকভাবে রান করে যাওয়া সহজ ব্যাপার নয়। ধারাবাহিকভাবে রান করার কারনে কোহলি-রোহিতকে শ্রদ্ধা করা উচিত।’