ইংলিশ দ্বিতীয় বিভাগের ফুটবল শুরু হচ্ছে ২০ জুন

250

লন্ডন, ২ জুন ২০২০ (বাসস) : করোনা সংকট কাটিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ আগামী ১৭ জুন থেকে শুরুর ঘোষনার পর এবার ইংল্যান্ডের দ্বিতীয় টায়ারের চ্যাম্পিয়নশীপ ২০ জুন থেকে দর্শকশুন্য স্টেডিয়ামে শুরুর ঘোষনা দেয়া হয়েছে। এ ব্যপারে লিগ অফিসিয়াল ও ক্লাবগুলো একমত পোষন করেছেন।
প্রিমিয়ার লিগের পর ইংলিশ ফুটবল লিগ (ইএফএল) তিন বিভাগে ভাগ করে পরিচালিত হয়। সব ধরনের স্বাস্থ্যবিধি মেনেই ২০ জুন থেকে চ্যাম্পিয়নশীপ শুরু করার আশা করছে ইএফএল কর্তৃপক্ষ।
এক বিবৃতিতে এ সম্পর্কে বলা হয়েছে, ‘সরকারের সবুজ সঙ্কেত পাবার পরেই এই ঘেষনা দেয়া হয়েছে। আপাতত ২০ জুন চ্যাম্পিয়নশীপ শুরু একটি তারিখ নির্ধারন করা হয়েছে। সরকার প্রনীত সব নীতিমালা মেনে প্রয়োজনীয় স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত হলেই কেবলমাত্র চ্যাম্পিয়নশীপ পুনরায় চালু করা হবে। ক্লাবগুলোকেও নিজেদের হোম গ্রাউন্ড প্রস্তুত করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। আগামী ৩০ জুলাই প্লে-অফ ফাইনালের মধ্য দিয়ে এই চ্যাম্পিয়নশীপ শেষ করার আশা করা হচ্ছে।