বাসস দেশ-১০ : সিলেটে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৫

154

বাসস দেশ-১০
সিলেট- করোনা
সিলেটে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৫
সিলেট, ২ জুন, ২০২০ (বাসস) : সিলেটে করোনা ভাইরাসে গত একদিনে ৫৫ জন আক্রান্ত হয়েছেন। এছাড়াও মৃত্যু হয়েছে ৪ জনের।
গতকাল সোমবার থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৫ জন, প্রাণহানী ৪ জনের।
আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ৪৬ ও সুনামগঞ্জের ৯ জন। এ নিয়ে সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০৯৫ জনে।
অপরদিকে সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা কেড়ে নিলো ৪ জনের প্রাণ। যা সিলেটে এই পর্যন্ত একদিনে সর্বোচ্চ প্রাণহানীর ঘটনা। এর মধ্যে শুধু সিলেট জেলারই ৩ জন, বাকি ১ জন সুনামগঞ্জের। এ নিয়ে সিলেট বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৩ জনে। মৃতদের মধ্যে সিলেট জেলায় ১৭, সুনামগঞ্জে ১, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজারে ৪ জন।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সিলেট-এর দৈনিক প্রতিবেদন থেকে এই পরিসংখ্যান নেয়া হয়েছে।
এদিকে, সিলেট বিভাগে করোনামুক্ত হয়ে আজ সকাল পর্যন্ত হাসপাতাল থেকে ইতোমধ্যে বাড়ি ফিরেছেন ৩১৪ জন। এর মধ্যে সিলেটে ৯৭, সুনামগঞ্জে ৬৩, হবিগঞ্জে ১০৩ ও মৌলভীবাজারে ৫১ জন।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সিলেট-এর প্রতিবেদন সূত্রে আরও জানা গেছে, চলতি বছরের ১০ মার্চ হতে আজ সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে ১২৮৪০ জনকে এবং কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১১২৬৫ জনকে।
বর্তমানে হোম কোয়ারেন্টিনে রয়েছেন ১৫৭৫ জন। এর মধ্যে সিলেটে ৬০২, সুনামগঞ্জে ৪৮০, হবিগঞ্জে ১৬৯ ও মৌলভীবাজারে ৩২৪ জন।
এ পর্যন্ত হাসপাতালে কোয়ারেন্টিনে আছেন বিভাগের ২৪৬ জন। এর মধ্যে সিলেটে ৭৭, সুনামগঞ্জে ৩০, হবিগঞ্জে ১২০ ও মৌলভীবাজারে ১৯ জন। তারা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসাধীন।
বাসস/সংবাদদাতা/কেসি/১৬৫০/এমএসআই