দৈনিক ২০ হাজার লিটার ভোজ্য তেল উৎপাদিত হচ্ছে নওগাঁ বিসিক অয়েল মিলে

383

ঢাকা, ১ জুন, ২০২০ (বাসস) : করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেও নওগাঁ বিসিক শিল্পনগরীতে স্থাপিত চারটি অটো অয়েল মিল চালু রয়েছে। এসব মিলে দৈনিক ২০ হাজার লিটার ভোজ্য তেল এবং ৩৬ হাজার কেজি খৈল উৎপাদিত হচ্ছে।
বিসিকের পক্ষ থেকে আজ একথা জানানো হয়।
বিসিকের পক্ষ থেকে জানানো হয়, মানসম্মত এই ভোজ্য তেল দেশের বিভিন্ন এলাকায় বিপণনের পাশাপাশি প্রতিবেশী দেশ ভারতেও রপ্তানি হচ্ছে। এছাড়া, মিলগুলোতে উৎপাদিত খৈল স্থানীয় পর্যায়ে পশু খাদ্যের চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
শিল্পনগরী কর্মকর্তা মোঃ আনোয়ারুল আজিম জানান, স্বাস্থ্যবিধি মেনে ২৪ ঘন্টাই অটো অয়েল মিলগুলোতে উৎপাদন কার্যক্রম চলছে। করোনাকালে বাজারে সাপ্লাই চেইন স্বাভাবিক রাখতে এসব কারখানার অবদান প্রশংসা করার মতো । পাশাপাশি উৎপাদিত তেল ও খৈল স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে এমনকি বিদেশেও রফতানি হচ্ছে।
বিসিক প্রধান কার্যালয়ের নির্দেশনায় গঠিত মনিটরিং টিম এ সকল কারখানা নিয়মিত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। মনিটরিং টিমের সদস্যরা কারখানার শ্রমিকদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী যেমন: মাস্ক, গ্লাভস, হ্যান্ডওয়াশ, হ্যান্ড স্যানিটাইজার, জীবাণুনাশক স্প্রে ইত্যাদির ব্যবস্থা নিশ্চিত করে উৎপাদন কাজ অব্যাহত রাখতে প্রতিটি শিল্প মালিককে নির্দেশনা দিচ্ছেন।