ক্রিকেট আরও শক্তিশালী রুপ নিয়ে ফিরবে : গাঙ্গুলী

293

নয়া দিল্লি, ৩১ মে ২০২০ (বাসস) : প্রাণঘাতি করোনাভাইরাসের কারনে বিশ্ব ক্রীড়াঙ্গন এখনও থমকে আছে। দু’মাসের বেশি হলো, আন্তর্জাতিক বা ঘরোয়া কোন আসরই হচ্ছে না। তবে কিছু ইভেন্টের ফেডারেশন ও বোর্ডগুলো আবারো মাঠে খেলা ফেরাতে সর্বাত্মক চেষ্টা করছে। তবে ক্রিকেট যখনই ফিরুক না কেন, আরও বেশি শক্তিশালী রুপ নিয়ে ফিরবে বলে মনে করছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী। একবার এই ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে বলে মনে করেন গাঙ্গুলী।
তিনি বলেন, ‘করোনাভাইরাসের আক্রমণে বিশাল ধাক্কা খেয়েছে সবাই। কিন্তু আমার মনে হয়, খুব শীঘ্রই সব কিছু ঠিক হয়ে যাবে। আমাদের কাছে ওষুধ ছিল না এই ভাইরাসের মোকাবিলা করার জন্য। কিন্তু আগামী ছয়-সাত মাসের মধ্যে এই ভাইরাস নির্মূলের প্রতিষেধক আবিষ্কার হয়ে গেলে, সব কিছু আবার স্বাভাবিক হয়ে যাবে।’
প্রতিষেধক আবিস্কার হয়ে গেলে, সব কিছু স্বাভাবিক হলে ক্রিকেট আরও শক্তিশালী রুপে ফিরবে বলে মন্তব্য করেন গাঙ্গুলী, ‘পুনরায় যখন মাঠে ফিরবে তখন আরো অনেক বেশি শক্তিশালী হয়েই ফিরবে ক্রিকেট। খেলোয়াড়রাও অনেক বেশি উদ্যম নিয়ে শুরু করতে পারবে। তখন কোনও প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। ক্রিকেট তার নিজস্ব নিয়মেই চলবে।’
করোনাভাইরাস পরবর্তী ক্রিকেট সূচি নিয়ে বড় ধরনের সমস্যার মুখোমুখি হতে হবে বলে করছে সকলেই। সেই দলে আছেন গাঙ্গুলীও। তিনিও মনে করেন, ভবিষ্যতে সূচি নিয়ে বড় ধরনের সমস্যা তৈরি হবে।
গাঙ্গুলী বলেন, ‘আমি মানছি, ক্রিকেট সূচিতে বড় পরিবর্তন হবে। পুনরায় সূচি তৈরি করতে সমস্যা হবে। তবে সব কিছুরই সমাধান রয়েছে। এটিরও সমাধান হবে। ক্রিকেটকে স্বাভাবিক করতে আইসিসি ও অন্যান্য দেশের বোর্ডের সাথে সব ধরনের সহযোগিতা করবে বিসিসিআই।’