লা লিগার জন্য মুখিয়ে আছেন মার্সেলো

209

মাদ্রিদ, ৩১ মে ২০২০ (বাসস) : করোনা সংকট কাটিয়ে স্প্যানিশ লা লিগায় খেলার জন্য মুখিয়ে আছে রিয়াল মাদ্রিদ তারকা মার্সেলো।
করোনাভাইরাসের কারনে মার্চ থেকে বন্ধ রয়েছে ইতালির ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসরসহ সব ধরনের খেলাধুলা। তবে সব সংকট কাটিয়ে আগামী ১১ জুন সেভিয়া বনাম রিয়াল বেটিসের মধ্যকার ম্যাচ দিয়ে লা লিগা আবারো মাঠে গড়াচ্ছে। রিয়াল মাদ্রিদের অফিসিয়াল ওয়েবসাইটে মার্সেলো বলেছেন, ‘এত দীর্ঘ সময় মাঠের অনুশীলন ছাড়া থাকাটা আমাদের ক্যারিয়ারে কখনই হয়নি। সে কারনেই ফুটবল যখন থেকে বন্ধ হয়েছে খেলার আগ্রহ তখন থেকেই শুরু হয়ে গেছে। এখন আর অপেক্ষা করতে ইচ্ছা করছে না। সাধারনত এই ধরনের পরিস্থিতি একজন ফুটবলারের জন্য মোটেই স্বাভাবিক নয়। আমাদের অবশ্যই এর থেকে ইতিবাচক দিকটি বেছে নিতে হবে। এই ধরনের নিয়মের সাথে এখন আমরা মানিয়ে নিয়েছি। আমরা সবাই সুস্থ আছি। ছন্দ ফিরে পেতে অনুশীলনও বেশ ভাল হচ্ছে। এতদিন ফুটবলের স্পর্শ ছাড়া থাকলে কিছুটা অসুবিধা হবারই কথা। এখন আমরা সবাই মাঠে নামার জন্য মুখিয়ে আছি।’
ইতোমধ্যেই শুক্রবার স্প্যানিশ হাই কোর্ট অব স্পোর্টস ঘোষনা দিয়েছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন ও লা লিগার মৌসুম শুরু করার পরিকল্পনার সাথে তারা একমত পোষন করেছেন। পরিকল্পনা অনুযায়ী আগামী ১১ জুন থেকে মৌসুম পুনরায় শুরু করার কথা রয়েছে, শেষ হবে ১৮-১৯ জুলাই।
করোনার কারনে বন্ধ হবার আগ পর্যন্ত বার্সেলোনার থেকে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে রিয়াল মাদ্রিদ লা লিগা টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। এবারের মৌসুমে রিয়ালের হয়ে মার্সেলো ১৮টি ম্যাচ খেলেছেন, এর মধ্যে ১০টি ছিল লা লিগায়।