বাসস দেশ-১৩ : ১৫ জুন পর্যন্ত সীমিত আকারে চলবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

125

বাসস দেশ-১৩
ট্রাইব্যুনাল-কার্যক্রম
১৫ জুন পর্যন্ত সীমিত আকারে চলবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
ঢাকা, ৩১ মে, ২০২০ (বাসস): আগামী ১৫ জুন পর্যন্ত সীমিত আকারে চলবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম।
এ সময় আসামি হাজির করা লাগবে না এবং মামলা সংক্রান্ত প্রয়োজনীয় আদেশ দেয়া হবে অনলাইনে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের রেজিস্ট্রার ( জেলা জজ) সাঈদ আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ এতথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাইব্যুনালে সংশ্লিষ্টদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ট্রাইব্যুনালের এজলাসসহ এলাকা জীবাণুমুক্ত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। পরিস্থিতি অনুকূলে না আসা পর্যন্ত কারাগার থেকে আসামি হাজির করতে হবে না। পরিস্থিতি অনুকূলে আসার পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। আদালতের আদেশে বিচারকগণের স্বাক্ষরের পর প্রসিকিউশন ও ডিফেন্স টিমকে জানানো হবে।
বাসস/এএসজি/ডিএ/১৭০৯/এএএ