বাসস বিদেশ-৪ : ব্রাজিলে করোনায় মোট ২৮ হাজার ৮৩৪ জনের মৃত্যু

127

বাসস বিদেশ-৪
ভাইরাস- ব্রাজিল
ব্রাজিলে করোনায় মোট ২৮ হাজার ৮৩৪ জনের মৃত্যু
ব্রাসিলিয়া, ৩১ মে, ২০২০(বাসস ডেস্ক) : ব্রাজিলে রোববার নাগাদ করোনা ভাইরাসে ২৮ হাজার ৮৩৪ জন মারা গেছে। কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।
মৃতের এ সংখ্যা করোনা ভাইরাসে পর্যুদস্ত দেশ ফ্রান্সকে ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যার দিক থেকে বিশ্বে ব্রাজিলের অবস্থান বর্তমানে চতুর্থতম।
দক্ষিণ আমেরিকায় করোনা ভাইরাসের মূল কেন্দ্র এখন ব্রাজিল। দেশটিতে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৩৩ হাজার ২৭৪ জন।
এর ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৯৮ হাজার ৪৪৪ জনে। বিশ্বে আক্রান্তের সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই এখন ব্রাজিলের অবস্থান।
বিশেষজ্ঞরা বলছেন, ব্যাপকভাবে করোনা পরীক্ষা করা হলে আক্রান্তের সত্যিকার সংখ্যা এর চেয়ে ১৫ গুণ বেশি হবে। এদিকে করোনা মোকাবেলায় দেশটির গভর্ণর ও মেয়রগণ কঠোর পদক্ষেপ নিলেও প্রেসিডেন্ট জায়ের বলসনারো অর্থনীতির ক্ষতির আশংকায় এসবের সমালোচনা করেন। কারণ অর্থনৈতিক ক্ষতির কারণে তার পুন:নির্বাচিত হওয়ার স¤াবনা ম্লান হয়ে যাবে।
বাসস/জুনা/১৩২৭/জেহক