বাসস ক্রীড়া-১১ : ‘কোভিড-১৯ বদলি’ চায় ইংল্যান্ড

120

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-ইংল্যান্ড
‘কোভিড-১৯ বদলি’ চায় ইংল্যান্ড
লন্ডন, ৩০ মে ২০২০ (বাসস) : কোন আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন কোন খেলোয়াড় যদি করোনাভাইরাসে আক্রান্ত হয়, তবে বদলি খেলোয়াড় নামানোর নিয়ম করার প্রস্তাব করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইসিবি সেটির নাম দিয়েছে, ‘কোভিড-১৯ বদলি’।
তবে ইসিবির প্রস্তাব নাকচ করে দিয়েছে আইসিসি ক্রিকেট কমিটি। তারপরও আশা ছাড়েনি ইসিবি।
ইসিবির স্পেশাল অপারেশনস ডিরেক্টর ও সাবেক দক্ষিণ আফ্রিকান পেসার স্টিভ এলওয়ার্দি বলেন, ‘ম্যাচ চলাকালীন যদি কেউ করোনাভাইরাসের অসুস্থ হয়ে যায়, তার পরিবর্তে খেলোয়াড় মাঠে নামানোর বিধান চালু করার উচিত আইসিসির। যেটিকে বলা হবে, ‘কোভিড-১৯ বদলি।’
তিনি আরও বলেন, ‘আমাদের মেডিকেল টিম এই জায়গাগুলি নিয়ে কাজ করছে। এটির একটি অংশ নিশ্চিতভাবেই হবে, কেউ পজিটিভি হলে যত দ্রুত সম্ভব তাকে আলাদা করা হবে। সাথে সাথে তার চিকিৎসার ব্যবস্থা করা হবে। প্রতিটি ভেন্যুতে আইসোলেশন ব্যবস্থা থাকবে। সকল খেলোয়াড়কে নিরাপদে রাখার ব্যবস্থা করা হবে।’
আগামী জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে আবারো আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর লক্ষ্য ইসিবির। তবে সিরিজটি রুদ্ধদার স্টেডিয়ামে হবে বলে ধারনা দিয়েছে ইসিবি।
বাসস/এএমটি/১৮২৯/স্বব