বাসস ক্রীড়া-৬ : প্রিমিয়ার লিগের কয়েকটি ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে করতে চায় পুলিশ

111

বাসস ক্রীড়া-৬
ফুটবল-প্রিমিয়ার লিগ
প্রিমিয়ার লিগের কয়েকটি ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে করতে চায় পুলিশ
লন্ডন, ৩০ মে ২০২০ (বাসস) : প্রিমিয়ার লিগের অন্তত ৬টি ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের অনুমতি চেয়েছে বৃটিশ পুলিশ। এর মধ্যে লিভারপুলের শিরোপা নির্ধারনী ম্যাচটি রয়েছে। করোনা পরবর্তী লিগ শুরু হবার পর স্টেডিয়ামের বাইরে গন জমায়েত এড়ানোর লক্ষ্যেই পুলিশ এই আশাবাদ ব্যক্ত করেছে। আগামী ১৭ জুন থেকে পুনরায় প্রিমিয়ার লিগ শুরু সম্ভাব্য তারিখ ঘোষনা করা হয়েছে। ক্লাবের নিজস্ব স্টেডিয়ামেই হোম ও এ্যাওয়ে ভিত্তিতে দর্শকশুন্য মাঠে ম্যাচগুলো পরিচালিত হবে।
৩০ বছরে প্রথমবারের মত লিগ শিরোপা জয়ের থেকে আর মাত্র দুটি জয় দুরে রয়েছে লিভারপুল। মৌসুম শেষ হতে বাকি রয়েছেন আরো ৯২টি ম্যাচ।
পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা বিশেষ করে যে ম্যাচগুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন সেগুলোর মধ্যে অন্যতম হলো ম্যানচেস্টার সিটি বনাম লিভারপুল, ম্যানচেস্টার সিটি বনাম নিউক্যাসল, ম্যানচেস্টার ইউনাইটেড বনাম শেফিল্ড ইউনাইটেড, নিউক্যাসল বনাম লিভারপুল ও এভারটন বনাম লিভারপুল।
কিছু কিছু ম্যাচ অবশ্য নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের প্রস্তাব আগেই দিয়েছিল প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। তবে সেই ম্যাচগুলোর ব্যপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
বাসস/নীহা/১৮১৯/স্বব