বাজিস-২ : বরগুনায় হরিণের একটি মাথা ও দু’টি চামড়া উদ্ধার

174

বাজিস-২
চামড়া-উদ্ধার
বরগুনায় হরিণের একটি মাথা ও দু’টি চামড়া উদ্ধার
বরগুনা, ৩০ মে, ২০২০ (বাসস) : জেলার পাথরঘাটা উপজেলার বাদুরতলা থেকে হরিণের একটি মাথা ও দু’টি চামড়া উদ্ধার করেছে কোস্টগার্ড। আজ সকালে বনবিভাগের কাছে এগুলো হস্তান্তর করা হয়।
আজ ভোররাতে পাথরঘাটা উপজেলার বাদুরতলা খালের পাড় থেকে একটি প্লাস্টিকের ব্যাগভর্তি অবস্থায় মাথা ও চামড়া উদ্ধার করা হয়।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লে. মেহেদি জানান, হরিণের চামড়া ও মাথা পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা পালিয়ে যায়। এসময় বাদুরতলা খালের পাড় থেকে প্লাস্টিক ব্যাগভর্তি একটি মাথা ও দু’টি চামড়া উদ্ধার করা হয়।
বাসস/সংবাদদাতা/১৩১০/-কেজিএ