বাসস ক্রীড়া-১৫ : স্টেডিয়ামে উপস্থিত থেকে দর্শকদের খেলা দেখার অনুমতি দিল পোল্যান্ড সরকার

204

বাসস ক্রীড়া-১৫
ফুটবল-পোল্যান্ড
স্টেডিয়ামে উপস্থিত থেকে দর্শকদের খেলা দেখার অনুমতি দিল পোল্যান্ড সরকার
পোল্যান্ড, ২৯ মে ২০২০ (বাসস) : স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত থেকে দর্শকদের খেলা দেখার অনুমতি দিলো পোল্যান্ড সরকার। তবে শর্ত জুড়ে দেয়া হয়েছে।
স্বাস্থ্যবিধি মেনে ২৫ শতাংশ দর্শক গ্যালারিতে প্রবেশ করতে পারবে বলে জানায় পোল্যান্ডের সরকার।
এক বিবৃতিতে তারা জানায়, আগামী ১৯ জুন থেকে স্টেডিয়ামের গ্যালারিতে বসে ফুটবল উপভোগ করতে পারবে পোল্যান্ডের ফুটবলপ্রেমিরা।
পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মরাভিয়েৎস্কি বলেছেন, মাঠে ফুটবল দেখতে হলে অনেক নিয়ম-কানুন মানতে হবে। করোনাভাইরাসের সংক্রমন ঠেকাতে ধারণক্ষতার ২৫ শতাংশ দর্শক মাঠে প্রবেশ করতে পারবে। পাশাপাশি মানতে হবে সকল স্বাস্থ্য বিধি।
প্রাণঘাতি করোনাভাইরাসের কারনে গত মার্চ থেকে স্থগিত হয় পোল্যান্ডের প্রিমিয়ার লিগ। ২০১৯-২০ মৌসুমে চার রাউন্ডের খেলা বাকী ছিলো। তবে আগামীকাল থেকে সেটি আবারো শুরু হচ্ছে।
বাসস/এএমটি/১৯২৯/স্বব