বাসস ক্রীড়া-১১ : হেলস-প্লাংকেটকে ছাড়া অনুশীলনের জন্য ৫৫ জনের তালিকা প্রকাশ করলো ইসিবি

118

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-ইসিবি
হেলস-প্লাংকেটকে ছাড়া অনুশীলনের জন্য ৫৫ জনের তালিকা প্রকাশ করলো ইসিবি
লন্ডন, ২৯ মে ২০২০ (বাসস) : মারকুটে ওপেনার অ্যালেক্স হেলস ও বিশ্বকাপজয়ী খেলোয়াড় লিয়াম প্লাংকেটকে বাদ রেখে দেশের মাটিতে আসন্ন মৌসুমে দ্বিপাক্ষীক সিরিজগুলোর জন্য ৫৫ জনের তালিকা ঘোষনা করলো ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্র্ড (ইসিবি)। এরমধ্যে ১৩জন নতুন মুখ রয়েছে।
করোনাভাইরাসের কারনে নিজেদের ক্রিকেট মৌসুম এখনো শুরু করতে পারেনি ইংল্যান্ড। তবে আগামী জুলাই থেকে তা শুরুর আশায় রয়েছে তারা। ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়া বিপক্ষে দেশের মাটিতে সিরিজ রয়েছে ইংল্যান্ডের।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে আবারো ক্রিকেটে ফেরার প্রত্যাশায় ইংল্যান্ড। দর্শকশুন্য স্টেডিয়ামে সিরিজটি অনুষ্ঠিত হবে। চূড়ান্ত স্কোয়াড ঘোষনার আগে খেলোয়াড়দের ফিটনেস দেখে নিতেই ৫৫ জনের তালিকা প্রকাশ করলো ইসিবি। কারন করোনাভাইরাসের কারনে গেল দু’মাসের বেশি সময় ধরে গৃহবন্দি ছিলো খেলোয়াড়রা।
গত সপ্তাহ থেকেই স্বল্প পরিসরে অনুশীলন শুরু করেপণ ইংল্যান্ডের খেলোয়াড়রা। এবার সে তালিকা বড় করে অনুশীলনের সিদ্বান্ত নিলো ইসিবি।
ইসিবির পারফরমেন্স ডিরেক্টর মো বোবাত বলেন, ‘এই অবস্থায় খেলোয়াড়দের প্রশিক্ষণে ফেরাতে পেরে খুবই ভালো লাগছে এবং এ অবস্থায় আসতে আমাদের প্রচুর পরিশ্রম করতে হয়েছে।’
অনেকেই ধারনা করেছিলো, এবার দলে ফিরতে যাচ্ছেন হেলস। কিন্তু ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়োইন মরগান মনে করেন, হেলসের ফিরতে আরও সময় প্রয়োজন।
লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে ৩ উইকেট নিয়েছিলেন প্লাংকেট। কিন্তু এই বড় স্কোয়াডে সুযোগ হয়নি তার।
এছাড়া ইংল্যান্ড ‘এ’ দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করা অনেকেই সুযোগ পেয়েছেন এই বড় তালিকায়।
অনুশীলনের জন্য ইংল্যান্ডের ৫৫ জনের দল
মঈন আলি, জেমস এন্ডারসন, জোফরা আর্চার, জনি বেয়ারস্টো, টম ব্যান্টন, ডম বেস, স্যাম বিলিং, জেমস ব্রেসি, স্টুয়ার্ট ব্রড, হেনরি ব্রুকস, প্যাট ব্রাউন, ররি বার্নস, জস বাটলার, ব্রাইডন কার্স, ম্যাসন ক্রেন, জ্যাক ক্রাওলি, স্যাম কারান, টম কারান, লিয়াম ডসন, জো ডেনলি, বেন ডাকেট, লরি ইভান্স, বেন ফোকস, রিচার্ড গ্লিসন, লুইস গ্রেগরি, স্যাম হাইন, টম হেলম, উইল জ্যাকস, কিটন জেনিংস, ক্রিস জর্ডান, টম কোহলার-ক্যাডমোর, ড্যান লরেন্স, জ্যাক লিচ, লিয়াম লিভিংস্টোন, সাকিব মাহমুদ, ডেভিড মালান, ইয়োইন মরগান, ক্রেইগ ওভারটন, জেমি ওভারটন, ম্যাট পারকিনসন, অলিল পোপ, আদিল রশিদ, অলি রবিনসন, জো রুট, জেসন রয়, ফিল সল্ট, ডম সিবলি, বেন স্টোকস, অলি স্টোন, রিস টপলি, জেমস ভিনস, আমার ভারডি, ডেভিড উইলি, ক্রিস ওকস এবং মার্ক উড।
বাসস/এএমটি/১৪০০/স্বব