বাসস ক্রীড়া-১৪ : গ্রীষ্মকালীন পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করলো ক্রিকেট অস্ট্রেলিয়া

223

বাসস ক্রীড়া-১৪
ক্রিকেট-অস্ট্রেলিয়া
গ্রীষ্মকালীন পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করলো ক্রিকেট অস্ট্রেলিয়া
সিডনি, ২৮ মে ২০২০ (বাসস) : করোনা মহামারির মধ্যেই ২০২০-২১ গ্রীষ্ম মৌসুমের পূর্নাঙ্গ সূচি ঘোষণা করলো ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সিএ’র প্রধান নির্বাহি কেভিন রবার্টস, এই সূচি প্রকাশ করেন। পুরুষ-নারী উভয় ক্রিকেট দলের সূচি প্রকাশ করা হয়।
আগামী আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে করোনাভাইরাস পরবর্তী মৌসুম শুরু করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। আগামী ৯ আগস্ট থেকে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া পুরুষ দল।
এরপর ওয়েস্ট ইন্ডিজ-ভারত-নিউজিল্যান্ড-আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া পুরুষ দল। নারী দল খেলবে নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে।
আগামী অক্টোবর-নভেম্বরে দেশের মাটিতে টি-২০ বিশ্বকাপের আয়োজক অস্ট্রেলিয়া। সে ব্যাপারে কোন কিছু নির্দিষ্ট করে কিছু বলেনি তারা। আইসিসির চূড়ান্ত সিদ্বান্তের পরই, টি-২০ বিশ্বকাপ আয়োজন নিয়ে কথা বলবে সিএ।
রবার্টস বলেন, ‘আমরা জানি, কিছু ইভেন্ট নিয়ন্ত্রন করা আমাদের বাইরে। তারপরও কিছু সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ করা হলো। তবে আমরা এই গ্রীষ্মে যতটা সম্ভব আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন করার যথাসাধ্য চেষ্টা করবো।’
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজ-ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। টি-২০ শেষে টেস্ট ম্যাচ খেলায় মনোনিবেশ করবে অসিরা। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের পর ভারতের বিপক্ষে চার ম্যাচের সিরিজ শুরু করবে অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। নিউজিল্যান্ডের বিপক্ষেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সাথে একটি টি-২০ রয়েছে অস্ট্রেলিয়ার।
এরমধ্যে অস্ট্রেলিয়ার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভারতের বিপক্ষে সিরিজটি। করোনাভাইরাসের কারনে অনেকগুলো সিরিজই এখনও অনিশ্চিয়তায়। কিন্তু ভারত নিশ্চিত করেছে, আগামী ডিসেম্বরে অস্ট্রেলিয়ার সফর করবে। ঐ সফর না হলে ৩শ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার ক্ষতি হবে অস্ট্রেলিয়ার।
৩ ডিসেম্বর থেকে ব্রিসবেনে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করবে অস্ট্রেলিয়া। ১১ ডিসেম্বর অ্যাডিলেডে হবে দিবা-রাত্রির টেস্টটি। বিদেশের মাটিতে এই প্রথম গোলাপি বলে টেস্ট খেলবে ভারত। ২৬ ডিসেম্বর মেলবোর্নে বক্সিং ডে’টেস্ট এবং ৩ জানুয়ারি সিডনিতে হবে সফরের চতুর্থ ও শেষ টেস্ট। অবশ্য ভারতকে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলার আমন্ত্রন দিয়েছিলো সিএ। সেটিতে রাজি হয়নি বিসিসিআই। তাই আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজ আয়োজনের সিদ্বান্ত নিয়েছে তারা।
এদিকে, অস্ট্রেলিয়া সফরে গেলে, ১৪ দিনের কোয়ারেন্টাইনেও থাকতে হতে পারে ভারতের খেলোয়াড়দের। এ ব্যাপারে রবার্টস বলেন, ‘আমরা ফেডারেল ও রাজ্য সরকারের সাথে আলোচনা অব্যাহত রেখেছি, আমাদের ভেন্যু ও ভ্রমনকারী দেশগুলি আমাদের দেশের পরিস্থিতি সর্ম্পকে অবগত আছে। যা প্রতিদিনই পর্যবেক্ষণ করা হচ্ছে।’
২০২০-২১ গ্রীষ্মে অস্ট্রেলিয়া পুরুষ দলের সূচি :
৯ আগস্ট : প্রথম ওয়ানডে, অস্ট্রেলিয়া-জিম্বাবুয়ে।
১২ আগস্ট : দ্বিতীয় ওয়ানডে, অস্ট্রেলিয়া-জিম্বাবুয়ে।
১৫ আগস্ট : তৃতীয় ওয়ানডে, অস্ট্রেলিয়া-জিম্বাবুয়ে (ভেন্যু- টাউন্সভিল)।
৪ অক্টোবর : প্রথম টি-২০, অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ (ভেন্যু- টাউন্সভিল)।
৬ অক্টোবর : দ্বিতীয় টি-২০, অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ (ভেন্যু- কেয়ার্নস)।
৯ অক্টোবর : তৃতীয় টি-২০, অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ (ভেন্যু- গোল্ড কোস্ট)।
১১ অক্টোবর : প্রথম টি-২০, অস্ট্রেলিয়া-ভারত (ভেন্যু- ব্রিসবেন)।
১৪ অক্টোবর : দ্বিতীয় টি-২০, অস্ট্রেলিয়া-ভারত (ভেন্যু- ক্যানবেরা)।
১৭ অক্টোবর : তৃতীয় টি-২০, অস্ট্রেলিয়া-ভারত (ভেন্যু- অ্যাডিলেড)।
২১-২৫ নভেম্বর : একমাত্র টেস্ট, অস্ট্রেলিয়া-আফগানিস্তান (দিবারাত্রি), (ভেন্যু- পার্থ)।
৩-৭ ডিসেম্বর : প্রথম টেস্ট, অস্ট্রেলিয়া-ভারত (ভেন্যু- ব্রিসবেন)।
১১-১৫ ডিসেম্বর : দ্বিতীয় টেস্ট অস্ট্রেলিয়া-ভারত (দিবারাত্রি), (ভেন্যু- অ্যাডিলেড)।
২৬-৩০ ডিসেম্বর : তৃতীয় টেস্ট, অস্ট্রেলিয়া-ভারত , (ভেন্যু- মেলবোর্ন)।
৩-৭ জানুয়ারি : চতুর্থ টেস্ট, অস্ট্রেলিয়া-ভারত , (ভেন্যু- সিডনি)।
১২ জানুয়ারি : প্রথম ওয়ানডে, অস্ট্রেলিয়া-ভারত (ভেন্যু- পার্থ)।
১৫ জানুয়ারি : দ্বিতীয় ওয়ানডে, অস্ট্রেলিয়া-ভারত (ভেন্যু- মেলবোর্ন)।
১৭ জানুয়ারি : তৃতীয় ওয়ানডে, অস্ট্রেলিয়া-ভারত (ভেন্যু- সিডনি)।
২৬ জানুয়ারি : প্রথম ওয়ানডে, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড (ভেন্যু- অ্যাডিলেড)।
২৯ জানুয়ারি : দ্বিতীয় ওয়ানডে, অস্ট্রেলিয়া- নিউজিল্যান্ড (ভেন্যু- ক্যানবেরা)।
৩১ জানুয়ারি : তৃতীয় ওয়ানডে, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড (ভেন্যু- হোবার্ট)।
২ ফেব্রুয়ারি : একমাত্র টি-২০, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড (ভেন্যু- সিডনি)।
২০২০-২১ মৌসুমে গ্রীষ্মে অস্ট্রেলিয়া নারী দলের সূচি :
২৭ সেপ্টেম্বর : প্রথম টি-২০, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড (ভেন্যু- সিডনি)।
২৯ সেপ্টেম্বর : দ্বিতীয় টি-২০, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড (ভেন্যু- সিডনি)।
১ অক্টোবর : তৃতীয় টি-২০, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড (ভেন্যু- সিডনি)।
৫ অক্টোবর : প্রথম ওয়ানডে, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড (ভেন্যু- টাউন্সভিল)।
৭ অক্টোবর : দ্বিতীয় ওয়ানডে, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড (ভেন্যু- কেয়ানর্স)।
১০ অক্টোবর : তৃতীয় ওয়ানডে, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড (ভেন্যু- গোল্ড কোস্ট)।
২২ জানুয়ারি : প্রথম ওয়ানডে, অস্ট্রেলিয়া-ভারত (ভেন্যু- ক্যানবেরা)।
২৫ জানুয়ারি : দ্বিতীয় ওয়ানডে, অস্ট্রেলিয়া-ভারত (ভেন্যু- মেলবোর্ন)।
২৮ জানুয়ারি : তৃতীয় ওয়ানডে, অস্ট্রেলিয়া-ভারত (ভেন্যু- হোবার্ট)।
বাসস/এএমটি/১৯৫০/স্বব