ডিএসসিসির মশা বিরোধী অভিযানে এ পর্যন্ত ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা

242

ঢাকা, ২৮ মে, ২০২০ (বাসস) : মশক বিরোধী অভিযানে এ পর্যন্ত ৪ লাখ ৫ হাজার ৩শ’ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
ডেঙ্গু রোগবাহী এডিস মশার বিস্তার রোধে নগরবাসীকে সুরক্ষা দিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গত ১০ মে থেকে ডিএসসিসি নিয়মিতভাবে এ অভিযান পরিচালনা করছে।
ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বিভিন্ন ভবন, প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে নিয়মিত এসব অভিযান পরিচালনা করছেন।
আজও ডিএসসিসির বিভিন্ন এলাকায় মশার বিস্তার রোধে বাসা মালিকদের সচেতন করা হয়।
সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় জানান, এর আগে বুধবার পুরান ঢাকার লক্ষ্মীবাজার, কোর্টকাচারি ও বংশাল মালিটোলা এলাকায় অভিযান পরিচালনা করেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহম্মাদ সোলায়মান।
এ সময় তিনি ওই এলাকায় ৩৯টি বাড়ি পরিদর্শন করেন। অভিযানে ৩৯টি বাড়ির মধ্যে ৪টি বাড়িতে এডিস মশার লার্ভার অস্তিত্ব পান ডিএসসিসির ভ্রাম্যমাণ টিম। ওই সকল বাড়ির মালিককে প্রথমে সতর্ক করা হয়। এরপর বাড়িগুলোতে এডিসের লার্ভা পাওয়া গেলে জেল-জরিমানা করা হবে বলে সতর্ক করে দেয়া হয়।