বাসস দেশ-১২ : সিপিবির সাবেক সাধারণ সম্পাদক জাফর আহমদের প্রথম মৃত্যুবার্ষিকী কাল

94

বাসস দেশ-১২
জাফর – মৃত্যুবার্ষিকী
সিপিবির সাবেক সাধারণ সম্পাদক জাফর আহমদের প্রথম মৃত্যুবার্ষিকী কাল
ঢাকা , ২৮ মে, ২০২০ (বাসস) : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সৈয়দ আবু জাফর আহমদের প্রথম মৃত্যুবার্ষিকী কাল।
গত বছর ২৮ মে দিবাগত রাত সাড়ে ১২টায় ঢাকার একটি হাসপাতালে জাফর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কমরেড জাফরের মৃত্যুবার্ষিকীতে সিপিবি বিস্তারিত কর্মসূচি গ্রহন করেছে। আগামীকাল সকালে মুক্তিভবনস্থ সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে জাফরের প্রতিকৃতিতে সিপিবির কেন্দ্রীয় নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ করবেন।
বিকেল ৪টায় সিপিবির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সৈয়দ আবু জাফর আহমদ স্মরণে এক ভার্চুয়াল স্মরণসভা অনুষ্ঠিত হবে। স্মরণসভায় বক্তব্য রাখবেন মুজাহিদুল ইসলাম সেলিম, মনজুরুল আহসান খান, সহিদুল্লাহ চৌধুরী, মোহাম্মদ শাহ আলম ও কাজী সাজ্জাদ জহির চন্দন।
স্মরণসভাটি একতা টিভি সরাসরি সম্প্রচার করবে।
এদিকে সৈয়দ আবু জাফর আহমদের প্রথম মৃত্যুবার্ষিকীতে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম আজ এক বিবৃতিতে কমরেড জাফরের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কমরেড সৈয়দ আবু জাফর আহমদ আদর্শ ও নীতির প্রশ্নে ছিলেন অত্যন্ত দৃঢ় মনোভাবাপন্ন।
বাসস/সবি/কেসি/১৮১০/আরজি