বাসস ক্রীড়া-৭ : গোলাপি বলে কোহলিদের পরীক্ষা নিতে চান স্টার্ক

111

বাসস ক্রীড়া-৭
ক্রিকেট-স্টার্ক
গোলাপি বলে কোহালিদের পরীক্ষা নিতে চান স্টার্ক
সিডনি, ২৮ মে ২০২০ (বাসস) : এখনও আনুষ্ঠানিক ঘোষনা আসেনি। যেহেতু ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নিজস্ব ওয়েবসাইটে আগামী ডিসেম্বরে ভারত সফরের সূচি নিয়ে প্রতিবেদন হয়েছে, সেহেতু বলাই যাচ্ছে সেটিই চূড়ান্ত হবে। ঐ সূচিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে গোলাপি বলে টেস্ট খেলবে ভারত। এটি জানার পর অস্ট্রেলিয়ার বাঁ-হাতি পেসার মিচেল স্টার্ক বলেছেন, গোলাপি বলে ভারতের পরীক্ষা নিতে চান তিনি।
গোলাপি বলে ভারতের ব্যাটসম্যানদের বিপক্ষে বল করতে মুখিয়ে রয়েছেন স্টার্ক। নিজেদের কন্ডিশনের সুবিধা ও পারফরমেন্সের ফুলকি ছড়িয়ে গোলাপি বলে কোহালিদের পরীক্ষা নিতে প্রস্তুত স্টার্ক।
স্টার্ক বলেন, ‘সিরিজে গোলাপি বলে টেস্টে লড়াইটা দারুন হবে। ভারতের গোলাপি বলে টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে। ফলে গোলাপি বলে টেস্ট নিয়ে একেবারে অপরিচিত নয় তারা। ফলে দু’দেশের গোলাপি বলের লড়াইটা বেশ ভালই জমবে। বিরাট কোহলির দল সব সময় লড়াকু ক্রিকেট খেলে। ক্রিকেটভক্তরাও এমন লড়াই দেখতে উন্মুখ হয়ে আাছে। তারা ঐ টেস্টটি উপভোগ করবে।’
এখন পর্যন্ত সবচেয়ে বেশি গোলপি বলে টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া। সবগুলোই জিতেছে তারা। তাই ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়াই এগিয়ে থাকবে বলে জানান স্টার্ক, ‘গোলাপি বলের টেস্টে আমাদের রেকর্ড ভাল। তাই ভারতের বিপক্ষে আমরাই এগিয়ে থাকবো। ভারতের পরীক্ষা নিতেও আমরা প্রস্তুত। ভারতকে কঠিন পরীক্ষায় ফেলতে আমরা সর্বাত্মক চেষ্টা করবো। তবে কোহলির দলের বিপক্ষে আমরা সর্তক।’
বাসস/এএমটি/১৭৫৫/স্বব