বাসস ক্রীড়া-৫ : অস্ট্রেলিয়ান এ-লিগ মাঠে ফিরছে জুলাইয়ে

103

বাসস ক্রীড়া-৫
ফুটবল-অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ান এ-লিগ মাঠে ফিরছে জুলাইয়ে
সিডনি, ২৮ মে ২০২০ (বাসস) : করোনা সংকটের কারনে মার্চে বন্ধ হয়ে যাওয়া অস্ট্রেলিয়ান পেশাদার ফুটবল লিগ এ-লিগ মধ্য জুলাইয়ে শুরু হচ্ছে বলে নিশ্চিত করেছে দেশটির ফুটবল ফেডারেশন। সম্প্রচার কেন্দ্রগুলোর সাথে এই সংক্রান্ত একটি সমঝোতাও হয়েছে বলে জানা গেছে।
এবারের মৌসুম শেষ হতে শেষ ৬ রাউন্ডের খেলা বাকি রয়েছে। কোভিড-১৯ সংক্রমন রোধ করতে বিশে^র অন্যতম সফল দেশ হিসেবে অস্ট্রেলিয়াকে শীর্ষ সারিতে রাখা হয়েছে। সামাজিক দূরত্বের বিষয়টি কঠোরভাবে মেনেই দেশটি করোনা সংক্রমন ঠেকাতে সমর্থ হয়েছে।
এ প্রসঙ্গে এফএফএ প্রধান নির্বাহী জেমস জনসন এক বিবৃবিতে বলেছেন, ‘২০১৯-২০ এ-লিগের মৌসুম শেষ করতে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম। এ জন্য ক্লাব ও প্লেয়ার্স ইউনিয়নের সাথে সমন্বিত একটি পরিকল্পনাও আমরা তৈরী করেছি। মধ্য জুনে খেলোয়াড়রা অনুশীলনে ফিরবেন। আর শীর্ষ পর্যায়ের ফিটনেস ফিরে পেতে অন্তত মাসখানেক সময়ের প্রয়োজন বলে তারা দাবী জানিয়েছে। সে কারনেই জুলাইয়ে এ-লিগ পুনরায় মাঠে গড়াবে। আগস্টের মাঝামাঝি নাগাদ লিগ শেষ হবার আশা করছি।’
বাসস/নীহা/১৭৫৫/স্বব