বাজিস-২ : হবিগঞ্জে বিপুল পরিমাণ চাল ও বালু জব্দ

224

বাজিস-২
বালু-চাল-জব্দ
হবিগঞ্জে বিপুল পরিমাণ চাল ও বালু জব্দ
হবিগঞ্জ, ২৮ মে, ২০২০ (বাসস) : জেলার বাহুবল উপজেলার মীরপুর বাজারে একটি মিষ্টির দোকান থেকে আজ সকালে ৬ বস্তা সরকারি চাল এবং পুটিজুরী এলাকা থেকে ২০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।
এ সময় ওই দোকানের কর্মচারীকে আটক করা হয় এবং দোকানটি সিলগালা করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আটককৃত কর্মচারীর নাম জানা যায়নি।
অভিযান পরিচালনাকারী বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা ¯িœগ্ধা তালুকদার বাসসকে জানান, সরকারের খাদ্য বান্ধব কর্মসূচি ওএমএস এর চাল জব্দ করার পাশাপাশি দোকানটি সিলগালা করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অপরদিকে একই উপজেলার পুটিজুরী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকালে দুইজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় সেখানে ২০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। নির্বাহী কর্মকর্তা ¯িœগ্ধা তালুকদার এই অভিযান পরিচালনা করেন। তিনি জানান, অভিযান চলমান রয়েছে। সেখানে জব্দকৃত বালু নিলামে বিক্রয় করা হবে। আটক দুইজনের বিরুদ্ধে জরিমানা অথবা মামলা দায়ের করা হতে পারে।
বাসস/সংবাদদাতা/১২০৫/কেজিএ