বাসস ক্রীড়া-১৩ : আইসিসি প্যানেলের আম্পায়ার তানভিরের ওপর হামলা

221

বাসস ক্রীড়া-১৩
ক্রিকেট-আম্পায়ার
আইসিসি প্যানেলের আম্পায়ার তানভিরের ওপর হামলা
ঢাকা, ২৭ মে ২০২০ (বাসস) : নিজ এলাকায়ই লাঞ্ছনার শিকার হলেন আইসিসি’র প্যানেল আম্পায়ার তানভির আহমেদ। এলাকার বখাটে ছেলেদের মার খেয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে।
করোনা ইস্যুতে কথা কাটাকাটির একপর্যায়ে লাঠিসোটা নিয়ে বাংলাদেশি এই আম্পায়ারের ওপর হামলা চালায় এলাকার কয়েকজন বখাটে ছেলে।
বাংলাদেশ আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স এসোসিয়েশনের সদস্য সচিব সয়লাব হোসেন টুটুল বলেন, ‘আজ (গতকাল) দুপুরে নিজ এলাকায় সশস্ত্র হামলার শিকার হয়ে মিটফোর্ড হাসপাতালে ভর্তি হয়েছেন তানভীর। করোনাভাইরাস ইস্যুতেই কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে হয় হামলা।’
তিনি আরও বলেন, ‘আম্পায়ার তানভীরের ভাই ঢাকার বাইরে থেকে বেচারাম দেউরিতে নিজ বাড়িতে ফিরে আসার পর স্থানীয় যুবকরা তাকে বাসায় ঢুকতে বাধা দেন। করোনাভাইরাস সংক্রমণের শঙ্কা থেকেই বাধা দেয়া। তা নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে এলাকার ছেলেরা তানভীর ও তার ভাইকে লাঠি দিয়ে আঘাত করে। এতে দুজনই আহত হন।’
বাসস/এএমটি/২০০৫/স্বব