বাসস ক্রীড়া-১২ : বিসিসিআইকে হুঁশিয়ারি আইসিসির

240

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-আইসিসি-বিসিসিআই
বিসিসিআইকে হুঁশিয়ারি আইসিসির
দুবাই, ২৭ মে ২০২০ (বাসস) : ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপের আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দায়িত্ব ছিল ভনিজ সরকারের কাছ থেকে আইসিসি’র কর মৌকুফ করা। কিন্তু আজ অবধি, সেই কাজটা করতে পারেনি বিসিসিআই।
ভারতের মাটিতে টি-২০ বিশ্বকাপ আয়োজনে প্রায় ২৫০ কোটি টাকার লোকসান হয় আইসিসির। আগামী বছরেও যদি ভারত সরকারের ট্যাক্স অব্যাহতি না পাওয়া যায়, তবে ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে ৮ হাজার কোটি টাকা।
তাই আগামী বছরের টি-২০ বিশ্বকাপ ভারত থেকে সরিয়ে অন্য কোথাও আয়োজনের হুমকিও দিয়েছে আইসিসি।
ইএসপিএনক্রিকইনফো এক প্রতিবেদনে জানায়, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের কর অব্যাহতির বিষয়ে আইসিসি এবং বিসিসিআই গত দুইমাস ধরে নিজেদের মধ্যে আলোচনা করেছে।
গত ১৮ মে’র মধ্যে এ বিষয়ে চূূড়ান্ত সিদ্বান্ত জানানোর জন্য বিসিসিআই’কে শেষ সময়সীমা বেঁধে দিয়েছিল আইসিসি।
কিন্তু বিসিসিআই সময়সীমা চায় ৩০ জুন পর্যন্ত। কিন্তু আইসিসি তা মানতে রাজি নয়।
তবে যাই হোক, বিসিসিআই যদি ভারত সরকার থেকে ট্যাক্স অব্যাহতি না এনে দিতে পারে তবে আগামী বছরের টি-২০ বিশ্বকাপ আয়োজন করতে পারবে না ভারত। এমনকি ২০২৩ সালে ভারতের হওয়ার কথা ওয়ানডে বিশ্বকাপ আয়োজকও বদলে যেতে পারে।
বাসস/এএমটি/১৯৫৪/স্বব